,

মাধবপুরে বাস-ট্রাকের সংঘর্ষে আহত ১০

মাধবপুর প্রতিনিধি ॥ ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর উপজেলার স্টার সিরামিকস কোম্পানীর সামনে বাস ও ট্রাকের সংঘর্ষে পৌরসভার সহকারী প্রকৌশলী ও তার স্ত্রী, কন্যাসহ ১০ জন আহত হয়েছে। এদিকে হাসপাতালে চিকিৎসার অবহেলার অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার এ দুর্ঘটনা ঘটে। আহত সুত্রে জানা যায়, সিলেটগামী একটি মিতালী বাসের সাথে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সংঘর্ষ হয়। এতে মাধবপুর পৌরসভার সহকারী প্রকৌশলী আশরাফুল ইসলাম ও তার স্ত্রী আশরাফুন্নেছা, কন্যা মৌ আক্তারসহ ১০ জন আহত হয়। গুরুতর আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে অতিরিক্ত রক্তক্ষরন হওয়ায় মৌ চেতনা হারায়। বার বার কর্তব্যরত চিকিৎসককে বলার পরও শিশুকে চিকিৎসা দিতে আসেননি। এতে ক্ষোভ দেখা দেয়। এক পর্যায়ে রাগান্বিত হয়ে ওই ডাক্তার শিশুকে চিকিৎসা না করে সিলেট রেফার্ড করেন। এ নিয়ে ডাক্তার ও প্রকৌশলীর স্বজনদের সাথে বাকবিতন্ডা হয়। এ খবর পেয়ে হবিগঞ্জ পৌরসভার কর্মচারীরা সদর হাসপাতালে ছুটে গেলে পরিস্থিতি শান্ত হয়। পরে নিরূপায় হয়ে প্রকৌশলী তার কন্যাকে নিয়ে সিলেট যান। তারা ঈদের ছুটিতে সুনামগঞ্জের তেঘরিয়া গ্রামে বাড়িতে যাচ্ছিলেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত শিশু মৌকে আইসিউতে রাখা হয়েছে বলে জানিয়েছেন তার পিতা।


     এই বিভাগের আরো খবর