,

আলীগঞ্জ বাজারে মাছ কেনাকে কেন্দ্র করে দু’গ্রামবাসীর রক্তক্ষয়ী সংঘর্ষ : আহত শতাধিক ॥ নবীগঞ্জ-হবিগঞ্জ সড়কে ২ ঘন্টা যান চলাচল বন্ধ

বানিয়াচং প্রতিনিধি ॥ বানিয়াচং উপজেলার পুকড়া ইউনিয়নের আলীগঞ্জ বাজারে মাছ কেনাকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মাঝে ২ঘন্টাব্যাপী সংঘর্ষ হয়েছে। এতে শতাধিক লোক আহত হয়েছে। এসময় নবীগঞ্জ-হবিগঞ্জ সড়কে প্রায় ২ ঘন্টা যানবাহন চলাচল বন্ধ থাকে। সংঘর্ষ চলাকালে দুর্বৃত্তরা আলীগঞ্জ বাজারে প্রায় ২০/২৫ টি ব্যবসা প্রতিষ্ঠান ভাংচুর ও লুটপাট করে। গতকাল শুক্রবার বিকাল ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দফায় দফায় এ সংঘর্ষ চলে। গুরুতর আহত অবস্থায় টেটাবিদ্ধ হাফিজ মিয়া (২০), অজিদ (৩০), আক্তার মিয়া (২০), খোকন মিয়া (৩৫), মনসুর (১২), করিম মিয়া (১৬), সবুজ মিয়া (২৫), ফুল মিয়া (৭০), শাহজাহান (২৮), আমিন (২০), জিলু মিয়া (৩৫), শাহীন মিয়া (২৫), নুর মিয়া (৩০), শরীফ (২৫), আবুল কাশেম (২৬), মুজিবুর রহমান (২০), ওয়াজ উল্লা (৭০), তাহির মিয়া (৩০), গোয়াছ উদ্দিন (৪০), আব্দুর রহমান (৪০), সোহেল (২৫), শহিদ (৪০), রঙ্গিলা মিয়া (৪৫), হামিদ (২০), সমরাজ (২৫), আব্দুল আহাদ (৬০), তাজ উদ্দিন (২০), মহি উদ্দিন (২৫) সহ অন্তত অর্ধশতাধিক লোককে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। এদের মাঝে টেটাবিদ্ধ ১০ জনকে সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আহত সুত্রে জানা যায়, গতকাল শুক্রবার বিকালে স্থানীয় আলীগঞ্জ বাজারে মাছ কিনতে যায় দৌলতপুর গ্রামের মুহিত মিয়া। এ সময় মাছ ক্রয় নিয়ে রামগঞ্জ গ্রামের তাহির মিয়ার সাথে বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে মুহিত তাহির মিয়ার উপর হামলা চালায়। এ খবর তাহির মিয়ার গ্রাম রামগঞ্জে চাওর হলে দুই গ্রামের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। ২ ঘন্টা ব্যাপী সংঘর্ষে আলীগঞ্জ বাজারের বেশ কয়েকটি দোকান পাট ভাংচুর ও লুটপাট করে। খবর পেয়ে বানিয়াচং থানার ওসি অমুল্য কুমার চৌধুরীর নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এদিকে আহতরা হবিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা নিতে এসে রামগঞ্জের লোকদের উপর হামলা করে দৌলতপুরের লোকজন। এতে উভয়পক্ষের মাঝে আবারো সংঘর্ষ বাধে। এ সময় সাংবাদিকসহ প্রায় ১০ জন আহত হয়। খবর পেয়ে হবিগঞ্জ সদর থানার একদল পুলিশ হাসপাতালে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ব্যাপারে বানিয়াচং থানার ওসি বিষয়টি নিশ্চিত করে জানান বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।


     এই বিভাগের আরো খবর