,

বাংলাদেশ ক্রিকেট দলের ব্যাটিং পরামর্শক হচ্ছে সৌরভ গাঙ্গুলি

সময় ডেস্ক ॥ ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলিকে বাংলাদেশের ব্যাটিং পরামর্শক হিসেবে নিয়োগ দেয়ার কথা ভাবছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে বিশ্বকাপের আগে গাঙ্গুলিকে পাওয়ার কোনো সম্ভাবনা নেই। গতকাল মঙ্গলবার মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেন, বলেন, সৌরভ গাঙ্গুলির ব্যাপারটি প্রায় চূড়ান্ত হয়ে আছে। বিশ্বকাপের আগে তাকে পাওয়া যাবে না। বাংলাদেশের উদ্বোধনী টেস্টে প্রতিপক্ষ ভারত দলের অধিনায়ক ছিলেন সৌরভ। তার সঙ্গে বিসিবির সম্পর্ক এখন যথেষ্ট দৃঢ়। তার আমন্ত্রণেই কিছুদিন আগে ইডেন গার্ডেনসের দেড়শ’ বছর পূর্তিতে আয়োজিত আচার্য মেমোরিয়াল ট্রফিতে অংশ নেয় বাংলাদেশের একটি শক্তিশালী দল। সৌরভের সঙ্গে ভবিষ্যতে কাজ করার ব্যাপারে আশাবাদী বিসিবির কর্তা। তিনি বলেন, সৌরভ যে আসবেন, এই ব্যাপারেও কোনো সন্দেহ নেই। কারণ, তার সঙ্গে আমার কথা হয়েছে। সে নিজেও আগ্রহী, আমরাও আগ্রহী। এর আগে গত মার্চ-এপ্রিলে হয়ে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে ধারাভাষ্য দিতে বাংলাদেশে এসে সৌরভ জানিয়েছিলেন, বাংলাদেশের কোচ হওয়ার প্রস্তাব পেলে ভেবে দেখবেন তিনি। পরে বিসিবি জানায়, পূর্ণকালীন কোচ হওয়ার কোনো সম্ভাবনা নেই সৌরভ গাঙ্গুলির। তবে ব্যাটিং পরামর্শক হিসেবে কাজ করতে পারেন তিনি।


     এই বিভাগের আরো খবর