,

নবীগঞ্জে কাভার্টভ্যান চাপায় মহিলা নিহত : বিক্ষোব্ধ জনতার মহাসড়ক অবরোধ, ২ ঘন্টা যান চলাচল বন্ধ

এম.এ মুহিত ॥ ঢাকা সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নের গালিব নুর ফিলিং ষ্টেশন এর নিকটে স্কয়ার ঔষধ কোম্পানির একটি কাভার্টভ্যান গাড়ির চাপায় দূর্লবজান বিবি (৬০) নামের এক মহিলা নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দুপুর ২ টার দিকে। নিহত দূর্লবজান বিবি ওই ইউনিয়নের রামলোহ গ্রামের সমশের উদ্দিনের স্ত্রী। এসময় প্রায় ২ ঘন্টা মহাসড়কে যান চলাচল বন্ধ রাখে স্থানীয় বিক্ষোব্ধ জনতা। স্থানীয়রা জানান, ঢাকা সিলেট মহাসড়কের ফুলতলী বাজারের নিকটে অবস্থিত মুশকিল আহসান এর মাজার জিয়ারত করতে দূর্লবজান বিবি বাড়ী থেকে রওয়ানা হন। তবে মাজার জিয়ারত করা হয়নি তার। গালিব নুর ফিলিং ষ্টেশনের নিকটে রাস্তার পাশে দাড়িয়ে থাকার সময় স্কয়ার ঔষধ কোম্পানির একটি কাভার্টভ্যান গাড়ি (ঢাকা মেট্রো-ম ০৩৭৫) দূর্লবজান বিবি কে চাপা দেয়। এতেই তিনি ঘটনাস্থলেই নিহত হন। এসময় ঘটনাস্থল থেকে গাড়ীটি দ্রুত পালিতে যায়। ঘটনাটি জানাজানি হলে দেবপাড়া ইউনিয়নের বৈঠাখাল গ্রামের লোকজন গাড়ীটি আটক করে। এ ঘটনার খবর পেয়ে গোপলার বাজার ফাঁড়ি পুলিশ ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে। এসময় প্রায় ২ ঘন্টা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। পরে স্থানীয় নেতৃবৃন্দ ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্থানীয় জনতাকে শান্ত করলে মহাসড়কে যান চলাচল সাভাবিক হয়। রিপোর্ট লেখা পর্যন্ত প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে মানবিক বিবেচনায় বিনা ময়না তদন্তে লাশ দাফনের চেষ্টা চলছে।


     এই বিভাগের আরো খবর