,

শত বছর পর সরকারী হলো নবীগঞ্জ জে.কে হাই স্কুল

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী যুগল-কিশোর (জে.কে) মডেল উচ্চ বিদ্যালয়কে সরকারী করণ করা হল। শিক্ষা মন্ত্রণালয় গত ১৩ জুলাই স্কুলের নাম শিক্ষা অধিদপ্তরে পাঠিয়ে দেয়। অধিদপ্তর এই স্কুলগুলোতে সব ধরণের নিয়োগের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে এবং প্রতিষ্ঠানগুলো পরিদর্শন করবে শিগগিরই। অধিদপ্তরের সহকারি পরিচালক সাখায়েত হোসেন বিশ্বাস স্বাক্ষরিত একটি চিঠিতে একথা বলা হয়। এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের ৭৯টি বিদ্যালয় জাতীয়করণের জন্য প্রাথমিক অনুমোদন দেন। ১৯১৬ সালে নবীগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের আদিত্যপুর গ্রামের প্রকাশ চন্দ্র দে ও দশরত চন্দ্র দে নামের দু’সহোদর নবীগঞ্জে যুগল-কিশোর নামে এ বিদ্যালয়টি প্রতিষ্ঠিত করেন। ৬ একর ৫৪ শতক জমির উপর প্রতিষ্ঠিত এই বিদ্যালয়ে বর্তমানে ১ হাজার ৪ শত ছাত্র-ছাত্রী ও স্থায়ী ১ ৫জনসহ ২২ জন শিক্ষক রয়েছে। বিদ্যালয়ের ২টি দ্বিতল ভবনসহ ৬টি ভবন রয়েছে। এই বিদ্যালয়টি সরকারী করণের জন্য দীর্ঘদিন ধরেই মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালন করে আসছিল বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান ছাত্র-ছাত্রীরা। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুস ছালাম জানান, স্কুলটি বর্তমান ম্যানেজিং কমিটির সদস্যদের সুযোগ্য নেতৃত্ব ও অক্রান্ত পরিশ্রমে সুন্দর ও সুশৃংখল ভাবে পরিচালিত হচ্ছে। সংসদ সদস্য এমএ মুনিম চৌধুরী বাবু, জেলা প্রশাসক সাবিনা আলম, উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট আলমগীর চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ মাসুম বিল্লাহসহ যারা স্কুলটিকে সরকারী করণে সাহায্য সহযোগিতা করেছেন।


     এই বিভাগের আরো খবর