,

নবীগঞ্জে সাড়ে ৫৮হাজার শিশুকে খাওয়ানো হয়েছে ভিটামিন ‘এ’ ক্যাপসুল

উত্তম কুমার পাল হিমেল ॥ ভিটামিন ‘এ’ এর অভাবজনিত কারনে অপুষ্ঠি ও শিশু মৃত্যুর হার কমানোর লক্ষে সারা দেশের ন্যায় নবীগঞ্জ উপজেলায় ৩শত ২৮ টি কেন্দ্রে ৫৮ হাজার ৫শত ৪৫ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হয়েছে। গতকাল শনিবার সকালে সকল কেন্দ্রে ৫ মাস থেকে ৫৯ মাস বয়সী ৫৮ হাজার ১ শত ৪ জন স্বাভাবিক শিশু ও ৪ শত ৪১ জন প্রতিবন্ধী শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হয়। এর মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী শিশুদের নীল রঙের ভিটামিন ‘এ’ ও ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুদের লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হয়। নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট আলমগীর চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মাসুম বিল্লাহ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ রথীন্দ্র চন্দ্র দেব, পৌরসভার প্যানেল মেয়র এটিএম সালাম, উপজেলা মা ও শিশু কর্মকর্তা ডাঃ নগেন্দ্র চন্দ্র দাশ, পঃ পঃ কর্মকর্তা সাখাওয়াত হোসেন, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক প্রভাষক উত্তম কুমার পাল হিমেল, ইপিআই টেকনোলজিষ্ট অজিত চন্দ্র দাশ। নবীগঞ্জ উপজেলার স্থায়ী ও অস্থায়ীসহ অতিরিক্ত ৩২৮টি কেন্দ্রে ৯৮৪ জন স্বেচ্ছাসেবী, ৫২ জন সুপারভাইজার ও ১৪৯ জন সরকারী কর্মী/কর্মকর্তার মাধ্যমে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের কার্যক্রম বাস্তবায়ন করা হয়।


     এই বিভাগের আরো খবর