,

সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বাউসা সরকারী প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটি গঠিত

আলী হাছান লিটন ॥ সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে নবীগঞ্জ উপজেলার বাউসা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন করা হয়েছে। প্রায় ৯বছর পর কমিটি গঠিত হওয়ায় স্কুলের শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র-ছাত্রী এবং অভিভাবকদের মধ্যে প্রাণচাঞ্চল্য দেখা দিয়েছে। নবীগঞ্জ উপজেলার এ প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নানা জঠিলতার কারনে দীর্ঘ ৯ বছরেও করা সম্ভব হয়নি। উল্লেখ্য, নবীগঞ্জ উপজেলা শিক্ষা অফিস কর্তৃক এড-হক কমিঠি গঠন করে পরিচালিত হয়েছে। অবশেষে বাউসা গ্রামের মুরুব্বিয়ান ও যুবকদের সমন্বয়ে গত ১৫জুন ম্যানেজিং কমিটি গঠন করার লক্ষ্য বাউসা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বাউসা ইউপির ৪নং ওয়ার্ডের (বাউসা-নাদামপুর) নব-নির্বাচিত মেম্বার আল-হেলাল আহমদের সভাপতিত্বে ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক বদিউজ্জামান কামালের পরিচালনায় এতে উপস্থিত ছিলেন গ্রামের মুরুব্বিয়ান অভিভাবকসহ শতাধিক যুবক। সভায় সর্ব-সম্মতিক্রমে ডিডরাইটার স্বপন চক্রবর্ত্তীকে সভাপতি, মোঃ মনসুর আহমেদ চৌধুরীকে সহ-সভাপতি, ইউপি মেম্বার আল-হেলাল আহমদ, সোহাগ আহমেদ, ফাহিমা বেগম, গীতা রায় ও ফাতেমা বেগম চৌধুরী-কে সদস্য করে ৭ সদস্য বিশিষ্ট বাউসা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন করা হয়।


     এই বিভাগের আরো খবর