,

নবীগঞ্জে প্রবাসী কল্যাণ সমিতির অনুষ্ঠানে ছাত্রলীগের দু’গ্র“পের সংঘর্ষ : পৌর আ’লীগের সাংগঠনিক ফয়েজ আমিন রাসেল ও উপজেলা ছাত্রলীগ সভাপতি জীবন লাঞ্চিত, সেক্রেটারী সাইদুর আহত

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ প্রবাসী কল্যাণ সমিতি ওন্ডহ্যাম যুক্তরাজ্যের উদ্যোগে নবীগঞ্জের প্রান্তিক মানুষের আর্থিক স্বচ্ছলতা অর্জনে সহায়তার লক্ষ্যে রিক্সা ও সেলাই মেশিন প্রদান ও নব-নির্বাচিত মেয়র ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে চেয়ারে বসা নিয়ে ছাত্রলীগের দু’গ্র“পের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ফয়েজ আমিন রাসেলকে লাঞ্চিত করে পদ বঞ্চিত ছাত্রলীগ নেতারা। ধাওয়া খেয়ে তিনি মহিলা গ্যালারিতে গিয়ে আত্মরক্ষা করেন। গতকাল বিকালে নবীগঞ্জ বিশ্ববিদ্যালয় কলেজ অডিটোরিয়ামে এঘটনা ঘটে। এসময় নবগঠিত উপজেলা ছাত্রলীগ ও বিদ্রোহী গ্র“পের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনায় অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের মধ্যে আতংকের সৃষ্ঠি হয়। সংঘর্ষে নবীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাইদুর রহমান আহত হন। এসময় বিক্ষোব্দ বিদ্রোহী নেতাকর্মীরা তার গায়ের পাঞ্জাবি ছিড়ে ফেলে। লাঞ্চিত হন উপজেলা ছাত্রলীগ সভাপতি আবু ছালেহ জীবন সহ অন্যান নেতাকর্মীরা। তাৎক্ষনিক সংসদ সদস্য ও হবিগঞ্জ জেলা আওয়ামীলীগ সভাপতি এডভোকেট আবু জাহির ও নবীগঞ্জ উপজেলা চেয়ারম্যান আলমগীর চৌধুরীর হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয় এবং পুলিশের নিরাপত্তা বেষ্টনিতে সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়। এ ঘটনার পর থেকে ছাত্রলীগের দু’গ্রপের মধ্যে টানটান উত্তেজনা বিরাজ করছে। এরই জের ধরে গতকাল সন্ধ্যায় আবারো উভয় গ্র“পের নেতাকর্মীরা দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে শহরে অবস্থান নেয় এবং মহড়া দিতে থাকে। এসময় নবীগঞ্জ শহরের ব্যবসায়ী ও সাধারণ জনগণের মধ্যে আতংক ছড়িয়ে পড়ে। পরে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমেদ মিলু ও নবীগঞ্জ থানা পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। জানা যায়, নবীগঞ্জের কয়েক জন লন্ডন প্রবাসী মিলে নবীগঞ্জ প্রবাসী কল্যাণ সমিতি নামে ওল্ডহ্যাম যুক্তরাজ্যস্থ একটি কমিটি গঠন করেন। এ কমিটির কয়েকজন দেশে এসে নবীগঞ্জের দরিদ্র অসহায় লোকদের মধ্যে সেলাই মেশিন ও রিক্সা বিতরনের উদ্যোগ নেন। এরই প্রেক্ষিতে নবীগঞ্জ ডিগ্রী কলেজ অডিটোরিয়ামে আনুষ্ঠানিক ভাবে সেলাই মেশিন ও রিক্সা বিতরনের অনুষ্ঠান শুরু হয়। উক্ত অনুষ্ঠানে নবীগঞ্জ প্রবাসী কল্যান সমিতির সভাপতি মোঃ মুজিবুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফারুক আহমেদ এর উপস্থাপনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি ও হবিগঞ্জ-৩ সদর আসনের এমপি এডভোকেট আবু জাহির। এতে বিশেষ অতিথি ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও হবিগঞ্জ-১ আসনের এমপি এম এ মুনিম চৌধুরী বাবু, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও হবিগঞ্জ- ২ আসনের এমপি এডভোকেট আব্দুল মজিদ খাঁন, নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট আলমগীর চৌধুরী, পৌরসভার মেয়র আলহাজ্ব ছাবির আহমেদ চৌধুরী, নবীগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম, নবীগঞ্জ এডুকেশন ট্রাস্ট এর প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ আব্দুল হান্নান, নবীগঞ্জ বাজার ব্যবাসায়ী সমিতির সাবেক সভাপতি আব্দুল মালিক, উপজেলা জাতীয় পার্টির সভাপতি ডাঃ আবুল খায়ের, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমেদ মিলু। এসময় বক্তব্য রাখেন বাউসা ইউপির নব-নির্বাচিত চেয়ারম্যান আবু সিদ্দিক, দেবপাড়া ইউপির নব-নির্বাচিত চেয়ারম্যান এড. মাসুম আহমেদ জাবেদ। এসময় বিভিন্ন ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান, মেম্বার ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে আসন সংখ্যা সীমিত থাকার কারনে কুর্শি ইউপির নব-নির্বাচিত চেয়ারম্যান আলী আহমেদ মুছা ও অন্যান অতিথিবৃন্দ ক্ষোভ প্রকাশ করেন। সংগঠন সূত্রে জানা যায়, ওল্ডহাম বিএনপির সহ-সভাপতি মুজিবুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠান হওয়ার কারনে অনুষ্ঠানে উপস্থিত হননি নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি ইমদাদুর রহমান মুকুল। এছাড়া অনুষ্ঠানে ত্র“টি বিচুত্যির কারনে পৌর কাউন্সিলরগণ ও বিভিন্ন ইউপির চেয়ারম্যানগণ অনুষ্ঠান বর্জন করেন। অনুষ্ঠানে ত্র“টি বিচ্যুতির কারনে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেন সংগঠনের উপদেষ্ঠা আব্দুল হান্নান।


     এই বিভাগের আরো খবর