,

শাখোয়া বাজার নব-জাগরন ছাত্র কল্যাণ পরিষদের উদ্যোগে সংবর্ধনা সভায় অধ্যাপক আব্দুল হান্নান – সুশিক্ষার মাধ্যমেই আলোকিত সমাজ বির্নিমান সম্ভব

প্রেস বিজ্ঞপ্তি ॥ সুশিক্ষার মাধ্যমেই আলোকিত সমাজ বির্নিমান সম্ভব। সমাজ যত শিক্ষিত হবে ততই সমাজের সকল অনাচার অত্যাচার সংকীর্ণতা দূরভীত হবে। সমাজের কাঙ্খিত উন্নয়ন সাধিত হবে। সমাজ উন্নয়নে যারা নিরলসভাবে কাজ করে যান তারা হলেন জনগণের ভোটের দ্বারা নির্বাচিত জনপ্রতিনিধি। সমাজ উন্নয়নে তথা সমাজের সকল অধিকার নিশ্চিত করনে জনপ্রতিনিধিদের ভূমিকা অনসীকার্য। গত বৃহষ্পতিবার নবীগঞ্জ উপজেলার করগাঁও ইউপির শাখোয়া বাজার ইউনিয়ন কমপ্লেক্স প্রাঙ্গনে শাখোয়া বাজার নব-জাগরন ছাত্র কল্যাণ পরিষদের উদ্যোগে ইউনিয়নের নব-নির্বাচিত চেয়ারম্যান, সংরক্ষিত মহিলা সদস্য ও সাধারণ সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপরোক্ত কথাগুলো বলেন বিশিষ্ঠ শিক্ষানুরাগী, সমাজ সেবক, নবীগঞ্জ এডুকেশন ট্রাস্ট ইউকের প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক মোঃ আব্দুল হান্নান। সংগঠনের সভাপতি মোঃ আইনুল হক জুয়েলের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক কৌশদ আলম ফয়ছলের পরিচালনায় অনুষ্ঠানে সংবধিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন নব-নির্বাচিত ইউপি চেয়ারম্যান মোঃ ছাইম উদ্দিন ও সদস্যদের পক্ষ থেকে বক্তব্য রাখে মোঃ নুর মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লন্ডন প্রবাসী কমিউনিটি লিডার মোঃ জিল্লুর রহমান, হাজী আঞ্জব আলী উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোঃ আলতাব আলী, বাংলাদেশ সরকারী প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি উপজেলা শাখার সভাপতি শামীম আহমদ চৌধুরী, লন্ডন প্রবাসী মোঃ আব্দুল আলী। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজী আঞ্জব আলী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রিয়াজুল করিম জানু, উপজেলা শিক্ষক সমিতির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রুবেল মিয়া, অবসরপ্রাপ্ত সার্জেন্ট মীরজাহান, মোঃ সাহেব আলী, মোঃ সুনুক মিয়া, শাখোয় বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক সাদিকুর রহমান, ইকরা বাংলাদেশ নবীগঞ্জ শাখার প্রিন্সিপাল মাওঃ মুজাহিদ আলী। এতে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সমাজ কল্যাণ সম্পাদক আসাদুজ্জামান তারেক। বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মোফাচ্ছির উদ্দিন মওদুদ, মোঃ ছাইম উদ্দিন, মোঃ তাহের মিয়া, রশিদুল ইসলাম, মোঃ আশিকুর রহমান, মিজবা, আদিলুজ্জামান, মোঃ সকির উদ্দিন, মিজাজ মিয়া, জমির আলী প্রমুখ। উক্ত অনুষ্ঠানে ৯টি ওয়ার্ডের সাধারণ সদস্য, সংরক্ষিত মহিলা সদস্য প্রত্যেককে সংগঠনের পক্ষ থেকে সম্মননা ক্রেস্ট প্রদান করা হয়। অনুষ্ঠানে উক্ত সংগঠনের কার্যক্রমের বিবরণ শুনে প্রধান অতিথি অধ্যাপক মোঃ আব্দুল হান্নান প্রতি বৎসর বৃত্তি প্রদান অনুষ্ঠানের আর্থিক সহযোগিতার ঘোষণা দেন।


     এই বিভাগের আরো খবর