,

নবীগঞ্জে মুক্তিযোদ্ধা সংসদের সন্ত্রাস ও জঙ্গি বিরোধী সমাবেশে এমপি বাবু- মুক্তিযোদ্ধারা জাতির সর্বকালের সর্বশ্রেষ্ট সন্তান

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ-বাহুবল আসনের সংসদ সদস্য এম এ মুনিম চৌধুরী বাবু বলেছেন মুক্তিযোদ্ধারা জাতির সর্বকালের সর্বশ্রেষ্ট সন্তান। আপনারা সেদিন পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছিলেন বলেই আজ আমরা পেয়েছি স্বাধীন সার্বভৌম রাষ্ট বাংলাদেশ। তিনি আরো বলেন ৩০লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীন দেশে যারা ইসলামের নামে সন্ত্রাস ও জঙ্গিবাদের মাধ্যমে মানুষ হত্যা করে তাদেরকে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে। তিনি গতকাল মঙ্গলবার দুপুর ১২টায় নবীগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে সন্ত্রাস ও জঙ্গি বিরোধী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথাগুলো বলেন। মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সভাকক্ষে উপজেলা কমান্ডার নুর উদ্দিন আহমেদ (বীর প্রতীক) এর সভাপতিত্বে ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সদস্য সচিব রতœদীপ দাশ রাজুর পরিচালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা জিতেন্দ্র কুমার নাথ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার এডভোকেট মোহাম্মদ আলী পাঠান। বক্তব্য রাখেন জেলা ডেপুটি কমান্ডার গৌর প্রসাদ রায়, জেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি মুক্তিযোদ্ধা সাইদুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহবায়ক ও সাবেক ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল হক চৌধুরী সেলিম, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক কাজী ওবায়দুল কাদের হেলাল, সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমেদ মিলু, পৌর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মুরাদ আহমদ, মুক্তিযোদ্ধা রবীন্দ্রনাথ দাশ, উপজেলা ডেপুটি কমান্ডার মৌলদ হোসেন কাজল, মহিলা আওয়ামীলীগের সভানেত্রী দিলারা হোসেন, কৃষকলীগের সভাপতি শাহনুর আলম ছানু, উপজেলা বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক ডা: নিজামুল ইসলাম, ভানু লাল দাশ প্রমূখ। উক্ত অনুষ্ঠানে মুক্তিযোদ্ধাদের বিভিন্ন দাবীর প্রেক্ষিতে এমপি মুনিম চৌধুরী বাবু ব্যক্তিগত তহবিল থেকে মুক্তিযোদ্ধাদের দাফন কাফন ও সৎকারের জন্য প্রত্যেক মুক্তিযোদ্ধাকে ৫ হাজার টাকা প্রদান ও পর্যায়ক্রমে নবীগঞ্জ উপজেলার প্রত্যেক মুক্তিযোদ্ধা পরিবারের মধ্যে সৌর বিদ্যুৎ প্রদানের ঘোষণা দেন।


     এই বিভাগের আরো খবর