,

হবিগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত ৫ : আইল্যান্ডের দাবিতে সড়ক অবরোধ

হবিগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জ শহরের শায়েস্তানগর ট্রাফিক পয়েন্ট এলাকায় মোটর সাইকেলের ধাক্কায় মহিলাসহ ৪ জন আহত হয়েছে। গতকাল শনিবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। প্রতিবাদে ওই সড়কে আইল্যান্ডের দাবিতে জেকে এন্ড এইচকে স্কুল এন্ড কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও এলাকাবাসী অবরোধ করে। এ সময় সড়কের উভয়পাশে ১ ঘন্টা যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্র জানায়, দুপুরে শায়েস্তানগর এলাকার বাসিন্দা আব্দুল মতিনের স্ত্রী কামরুনাহার (৫২) ট্রাফিক পয়েন্ট এলাকায় গাড়ীতে উঠার জন্য দাড়িয়ে ছিলেন। এসময় বিপরীত দিক থেকে রিচি গ্রামের আব্দুল হামিদের পুত্র রিয়াদ মিয়া তার মোটর সাইকেলে নিয়ন্ত্রন হারিয়ে তাকে ধাক্কা দিয়ে পাশের একটি আচারের ভ্যান গাড়ীর উপর আছড়ে পড়ে। এতে ভ্যান গাড়ীটি দুমড়ে মুচড়ে যায় এবং চালক আব্দুর রশিদ, মোটরসাইকেল চালক রিয়াদ, কামরুনাহার, রিয়াদ আহত হয়। আহতদের মধ্যে আশংকাজনক অবস্থায় রিয়াদকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। এ ঘটনায় উত্তেজিত জনতা ও হবিগঞ্জ জেকে এন্ড এইচকে স্কুল এন্ড কলেজের শিক্ষক/শিক্ষার্থীরা ট্রাফিক পয়েন্ট এলাকায় প্রায় এক ঘন্টা সড়ক অবরোধ করে রাখে। এতে যান চলাচল বন্ধ হয়ে যায়। উল্লেখ্য ট্রাফিক পয়েন্ট এলাকায় আইল্যা- না থাকার কারণে প্রায় সময় দুর্ঘটনা ঘটছে। খবর পেয়ে হবিগঞ্জ সদর মডেল থানার এসআই মিজানুর রহমান ও এসআই সানা উল্লাহর নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে আইল্যা- নির্মাণের আশ্বাস দিলে অবরোধ তুলে নেয়া হয়।


     এই বিভাগের আরো খবর