,

নবীগঞ্জে ছাত্রলীগের দু’গ্র“পের মধ্যে আধিপত্যের লড়াই : ধাওয়া পাল্টা ধাওয়া-সংঘর্ষ : স্বশস্ত্র মহড়া : টানটান উত্তেজনা

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ উপজেলা ছাত্রলীগের নবগঠিত কমিটিকে কেন্দ্র করে দু’গ্র“পের মধ্যে দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় নবীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক ও পৌর যুবলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান হাবিবের প্রাইভেট কার ভাংচুর করা হয়। এ ঘটনার জের ধরেই ছাত্রলীগ নেতাকর্মীরা গতকাল দুপুরে ও সন্ধ্যায় দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে নবীগঞ্জ শহরে মহড়া দেয়। এসময় নেতাকর্মীরা নব-গঠিত কমিটির নেতৃবৃন্দের বিরুদ্ধে স্লোগান দেয়। পরে বিক্ষোব্দ ছাত্রলীগ নেতাকর্মীরা নবীগঞ্জ শহরের নতুন বাজার মোড়ে স্বসস্ত্র অবস্থান নেয়। এসময় নবীগঞ্জ শহরে ভীতিকর পরিস্থিতির সৃষ্ঠি হয়। ব্যবসায়ী ও পথচারীরা আতঙ্কে দিকবিদিক ছুটাছুটি করতে থাকে। খবর পেয়ে হবিগঞ্জের এএসপি সাজিদুর রহমান ও নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল বাতেন খাঁন এর নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌছে ছাত্রলীগের বিক্ষোব্দ নেতাকর্মীদের শান্ত করলেও এঘটনায় উভয় গ্র“পের মধ্যে টানটান উত্তেজনা বিরাজ করছে। উল্লেখ্য, উপজেলা ছাত্রলীগের নব-গঠিত কমিটিকে কেন্দ্র করে কয়েক মাস ধরে দু’গ্র“পের মধ্যে বিরোধ চলে আসছে। এনিয়ে কয়েকবার সংঘর্ষের ঘটনাও ঘটেছে। ছাত্রলীগের বৃহত একটি অংশ ওই কমিটিকে মেনে নিতে পারছেনা। এ কারনেই বারবার সংঘর্ষের ঘটনা ঘটছে বলে মনে করছেন সচেতন মহল। এনিয়ে আওয়ামী পরিবারে হতাশা বিরাজ করছে। ছাত্রলীগের এক গ্র“পের নেতৃত্বে রয়েছেন উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক ও সাবেক ছাত্রনেতা গোলাম রসূল চৌধুরী রাহেল ও নবীগঞ্জ পৌর যুবলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান হাবিব। অপরপক্ষে রয়েছেন নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী ও তার ছোট ভাই উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জাবেদুল আলম চৌধুরী সাজু। ছাত্রলীগের কমিটি নিয়ে আবারো যেকোন সময় রক্তক্ষয়ী সংঘর্ষের আশংকা করছেন নবীগঞ্জবাসী। ইতিপূর্বে ছাত্রলীগের কমিটি নিয়ে তরুন ছাত্রলীগ নেতা হেভেন নিহত হয়। নব-গঠিত এ কমিটি নিয়ে আবরো এ ধরনের ঘটনা ঘটতে পারে বলে মনে করছেন সচেতন মহল। এব্যাপারে দলের হাইকমান্ডের হস্তক্ষেপ কামনা করছেন সংশ্লিষ্ঠরা।


     এই বিভাগের আরো খবর