,

আউশকান্দি ইউপির নব-নির্বাচিত চেয়ারম্যান হারুনের নানা বিতর্কিত কর্মকান্ডে হতাশ ইউনিয়নবাসী

সংবাদদাতা ॥ নবীগঞ্জ উপজেলার ৫নং আউশকান্দি ইউনিয়নের নব-নির্বচিত ইউপি চেয়ারম্যান মহিবুর রহমান হারুনের নানা বিতর্কিত কর্মকান্ডে আউশকান্দি এলাকায় আলোচনা-সমালোচনার ঝর বইছে। ইউনিয়ন পরিষদের আনুষ্ঠানিক দায়িত্ব পাওয়ার পূর্বেই উক্ত ইউনিয়নের নব-নির্বাচিত মেম্বারদের নিয়ে পরিচিতি সভার নাম করে আউশকান্দিস্থ ইউসুফনগর ডিগ্রি কলেজে বাস্তবায়নের লক্ষ্যে এজেন্ডাবিহীন সভা করে বিতর্কের সৃষ্ঠি করেছেন তিনি। জানা যায়, গত ৬ আগষ্ট শনিবার রাতে আউশকান্দিস্থ রহমান কমিউনিটি সেন্টারে নব-নির্বাচিত ইউপি সদস্য ও সদস্যাদের নিয়ে নব-নির্বাচিত চেয়ারম্যান মহিবুর রহমান হারুনের উদ্যোগে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। উক্ত মতবিনিময় সভায় ইউনিয়নের নব-নির্বাচিত মেম্বারদের পাশ কাটিয়ে সাংবাদিককে দিয়ে সভা পরিচালনা করা হয়। এতে করে মেম্বারদের মধ্যে ক্ষোভের সৃষ্ঠি হয়। নাম প্রকাশকে অনিচ্ছুক এক ইউপি মেম্বার ক্ষোভ প্রকাশ বলেন, আমাদের মধ্যে যোগ্যতা সম্পন্ন লোক থাকায় স্বত্বেও ১০নং দেবপাড়া ইউপির জনৈক মেম্বার ও সাংবাদিককে দিয়ে অনুষ্ঠান সার্বিক কার্যক্রম পরিচালনায় আমার বিষ্মিত হয়েছি। উক্ত সভার শুরুতেই স্বাগত বক্তব্যে নব-নির্বাচিত ইউপি চেয়ারম্যান মহিবুর রহমান হারুন ইউসুফনগর ডিগ্রি কলেজ বাস্তবায়নসহ মেম্বারদের পরিচিতি সহ বিভিন্ন বিষয়ে বক্তব্য রাখায় অনুষ্ঠানের মূল বিষয়বস্তু নিয়ে জনমনে প্রশ্নের সৃষ্ঠি হয়। এছাড়া সদ্য সমাপ্ত ইউপি নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী দিলাওর হোসেনের বিরুদ্ধে অবস্থান নিয়ে স্বতন্ত্র প্রার্থী মহিবুর রহমানের সমর্থনে আউশকান্দি ইউনিয়নের আওয়ামীলীগ-যুবলীগ-ছাত্রলীগের উল্লেখযোগ্য নেতাকর্মীরা প্রকাশ্যে কাজ করা সংগঠন থেকে ১০/১২ জন নেতাকর্মী বহিস্কার হন। মূলত তাদের ভূমিকাসহ এলাকার দলমত নির্বিশেষে বিভিন্ন ওয়ার্ডের সামাজিক ব্যক্তিবর্গের সমর্থন নিয়ে তিনি নির্বাচনে জয় লাভ করেন। কিন্তু আনুষ্ঠানিকভাবে ইউনিয়ন পরিষদের দায়িত্ব পাওয়ার পূর্বেই মতবিনিময় সভার নামে এ ধরনের অনুষ্ঠানের আয়োজন করায় অনেকেই বিষ্ময় ও ক্ষোব্দ প্রতিক্রিয়া ব্যক্ত করেন। এবং অনেকেই ওই সভা বর্জন করেন। যুবলীগের এক বহিস্কৃত নেতা বলেন, আমরা যে আশা নিয়ে তাকে নির্বাচিত করেছিলাম তার বর্তমান চালচলনে শুধু আমরাই নয় ইউনিয়নের বিভিন্ন সুধী মহলও হতাশা প্রকাশ করেন। মিনাজপুর গ্রামের জনৈক বিশিষ্ঠ মুরুব্বী জানান, ইউসুফনগর ডিগ্রি কলেজ বাস্তবায়নের নামে প্রবাসীদের কাছ থেকে অনুদান সহ তার মালিকানাধীন ভূমির মূল্য বৃদ্ধির চেষ্ঠায় লিপ্ত রয়েছেন। আয়োজিত ওই মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীগঞ্জ-বাহুবল আসনের সংসদ সদস্য এম.এ মুনিম চৌধুরী বাবু ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীগঞ্জ উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা জিতেন্দ্র কুমার নাথ সহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও প্রশাসনিক কর্মকর্তাগন। ব্যানার বিহীন ওই সভা করায় উপস্থিত সুধীমহল অনেকটা বিব্রত বোধ করেন।


     এই বিভাগের আরো খবর