,

ইউপি নির্বাচনের জের : নবীগঞ্জের বাশঢড় গ্রামে দু’পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে আহত অর্ধশতাধিক

আলী হাছান লিটন ॥ বিগত ইউপি নির্বাচনের জের ধরে নবীগঞ্জ উপজেলার বাউসা ইউনিয়নের বাশঢড় গ্রামে দুই পক্ষের মধ্যে ভয়াবহ রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অর্ধশতাধিক লোক আহত হয়েছে। আহত সুত্রে জানা যায়, বাশঢড় গ্রামের সাবেক মেম্বার আওয়ামীলীগ নেতা মোঃ জয়নাল আবেদীন ও একই গ্রামের বিএনপি নেতা আকমল হোসেন এবং সুনাম উদ্দিনের মধ্যে বিগত ইউপি নির্বাচনের পর থেকেই বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলে আসছিলো। গত শনিবার রাতে গ্রামের পঞ্চায়েত চলাকালীন সময়ে উভয়পক্ষের লোকজনের মধ্যে কথা কাটা-কাটির এক পর্যায়ে হাতা-হাতির ঘটনা ঘটে। গতকাল রবিবার সকালে গ্রামের ইদগাহের পার্শ্ববর্তী রাস্তায় আওয়ামীলীগ নেতা মোঃ জয়নাল আবেদীন কে দেখা মাত্রই পুর্ব পরিকল্পনা অনুযায়ী বিএনপি নেতা আকমল ও সুনাম উদ্দিনসহ তাদের লোকজন জয়নাল আবেদীনের উপর অতর্কিত হামলা চালায়। এসময় তার শোর চিৎকারে আত্বীয় স্বজন এগিয়ে আসলে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে লিপ্ত হয়। এতে গুরুতর আহত মোঃ ওসমান গনি (৫৫), রাশীদ উদ্দিন (৩২), শরপ উদ্দিন (৩৫), নাজিম উদ্দিন (৫০), নানু মিয়া (৪০), রুজন মিয়া (২৫) কে মুমুর্ষ অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে প্রেরণ করা হয়। মোঃ সুনাফর আলী (৬৫), হছন মিয়া (৩৫), শামছুল হক (৩০), সুনাম উদ্দিন (৩৫), জুনাব আলী (৩০), মোঃ রমজান আলী (৪০) দুরুদ মিয়া (৩৫) কে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অপর আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে। উক্ত সংঘর্ষের ঘটনায় ঐ গ্রামে উত্তেজনা বিরাজ করছে। যে কোন সময় আবারো সংঘর্ষের আশংকা বিদ্যমান। শান্তিপ্রিয় এলাকাবাসী প্রসাশনের জর”রী হস্তক্ষেপ কামনা করছেন।


     এই বিভাগের আরো খবর