,

অপহরণের ২৭ দিনেও উদ্ধার হয়নি স্কুল ছাত্রী রোমেনা

হবিগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জ শহরতলীর ভাদৈ এলাকা থেকে অপহরণ হওয়া আইডিয়াল হাই স্কুলের দশম শ্রেণীর রোমেনা আক্তারকে (১৬) ২৭ দিনেও উদ্ধার করতে পারেনি পুলিশ। এ নিয়ে ওই ছাত্রীর পরিবারসহ শিক্ষার্থীদের মাঝে হতাশা ও ক্ষোভ বিরাজ করছে। মামলার বিবরণে জানা যায়, সদর উপজেলার বড় বহুলা চৌধুরী হাটির গ্রামের বাসিন্দা মোঃ আব্দুল জলিলের কন্যা ওই স্কুলের দশম শ্রেণীর ছাত্রী রোমেনা আক্তারকে দীর্ঘদিন ধরে উত্যক্ত করতো একই গ্রামের ফুল মিয়ার পুত্র বখাটে ফয়সল মিয়া। বিষয়টি ওই ছাত্রীর পরিবার বখাটে ফয়সলের পরিবারকে জানালে সে ক্ষিপ্ত হয়ে উঠে। গত ১৩ জুলাই বিদ্যালয়ে পরীক্ষা দিতে বাড়ি থেকে বের হয় রোমেনা। এ সময় পূর্ব থেকে উৎ পেতে থাকা ফয়সল ও তার সঙ্গীরা সিএনজি অটোরিকশাযোগে জোরপূর্বক রোমেনাকে অপহরণ করে নিয়ে যায়। বিষয়টি রোমেনার পরিবার ফয়সলের পরিবারকে অবহিত করলে তারা রোমেনাকে ফেরত দিবে বলে আশ্বস্থ করে। কিন্তু অপহরণের ১ সপ্তাহ পেরিয়ে গেলেও রোমেনাকে ফেরত না দেয়ায় গত গত ২২ জুলাই রোমেনার পিতা আব্দুল জলিল বাদি হয়ে ফয়সল ও তার পিতা ফুল মিয়া, মা রাজু বিবি, চাচা আরজু মিয়া ও জমসেদ মিয়াকে আসামী করে সদর থানায় মামলা করেন। মামলাটি তদন্তের দায়িত্ব পান এসআই সাহিদ। কিন্তু মামলা দায়েরের ২৭ দিন অতিবাহিত হয়ে গেলেও ভিকটিম রোমেনাকে উদ্ধার ও আসামীদের গ্রেফতার করতে পারেনি পুলিশ। রোমেনার পিতা এ প্রতিবেদককে আক্ষেপ করে জানান, মামলাটি ফাইলবন্দি হয়ে থাকায় কোন তদারকি হচ্ছে না। এব্যাপারে এসআই সাহিদ জানান, ভিকটিম ও আসামীদের ধরতে অভিযান অব্যাহত আছে।


     এই বিভাগের আরো খবর