,

বাহুবলে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৩৫ : ১ ঘন্টা যানচলাচল বন্ধ

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবল উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের হাফিজপুর নামক স্থানে পৃথক সড়ক দুর্ঘটনায় ৩৫ জন আহত হয়েছে। আহতদেরকে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতাল ও সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেল ৫টায় ঢাকা সিলেট মহাসড়কের উপজেলার হাফিজপুর থেকে লস্করপুরের মধ্যবর্তী স্থানে পৃথক সড়ক দুর্ঘটনার ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা সিলেট মহাসড়কের বাহুবল উপজেলার মিরপুর বাজার এলাকার হাফিজপুর নামকস্থানে বিকেল ৫টায় সিলেট গামী যাত্রীবাহি এনা পরিবহন (ঢাকা মেট্রো-ব ১৪-৭৪৫৬) ওভারটেক করতে গিয়ে ঢাকা গামী ইটবোঝাই ডায়না (ঢাকা মেট্রো-ড-১১-২৫৬৩) মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটলে উভয় পক্ষের ২৫ জন আহত হয়। এদিকে, মহাসড়কে মুখোমুখি সংষর্ঘ দেখে যাত্রীবাহি বাসের পিছন থেকে আসা দুই প্রাইভেট কার দ্বিকবিদ্বিক ছুটাছুটি করতে গিয়ে প্রাইভেট কার (ঢাকা মেট্রো-গ-৩৫-২৩০০) ও (ঢাকা মেট্রো-গ-৩৭-৮২২৭) মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় দুইটি প্র্রাইভেট কার পিছনে থাকা অন্য একটি ট্রাকের সামনে ধাক্কার ঘটনায় দুইটি কার দুমড়ে মুছড়ে যায়। এ ঘটনায় আহত হয়েছে আরও ১০ জন। স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে হবিগঞ্জ হাসপাতালে প্রেরণ করেছে। মহাসড়কের মধ্যবর্তী রাস্তায় দুর্ঘটনা ঘটলে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। প্রায় এক ঘন্টা বন্ধ থাকার পর শায়েস্তাগঞ্জ থানা হাইওয়ে পুলিশ এসে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করে। শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশের সার্জেন্ট রেজাউল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


     এই বিভাগের আরো খবর