,

শোকের মাসে এমপি কেয়া চৌধুরীর সংবর্ধনা গ্রহন নিয়ে সর্বত্র তোলপাড়

স্টাফ রিপোর্টার ॥ হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক অবিসংবাধিত নেতা। বাঙ্গালি জাতি তাঁকে নিয়ে গর্ব করেন। ১৫ই আগষ্ট এই মহান নেতার শাহাদাত বার্ষিকী উপলক্ষে যখন সারাজাতি শোকে মুহ্যমান ঠিক সেই মুহুর্তে সংরক্ষিত মহিলা এমপি আমাতুল কিবরিয়া চৌধুরী কেয়া নবীগঞ্জ উপজেলার করগাঁও ইউনিয়নের শেরপুরে চিহ্নিত জামায়াত শিবির ও বিএনপির নেতাকর্মীদের কাছ থেকে সংবর্ধনা নেয়ায় আওয়ামী পরিবারে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে। গতকাল দৈনিক হবিগঞ্জ সময় পত্রিকায় “শোকের মাসে সংবর্ধনা নেয়ায় এমপি কেয়া চৌধুরীর প্রতি নেতাকর্মীদের ক্ষোভ” শিরোনামে সংবাদটি প্রকাশের পর নবীগঞ্জের আওয়ামী পরিবার তথা হবিগঞ্জ জেলাজুড়ে তোলপাড় সৃষ্টি হয়। উল্লেখ্য, সদ্য সমাপ্ত ইউপি নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী নবীগঞ্জ পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নির্মলেন্দু দাশ রানাকে প্রায় ২৫০ ভোটে ব্যবধানে পরাজিত করে বিএনপির প্রার্থী ছাইম উদ্দিন বিজয়ী হন। ওই বিএনপির চেয়ারম্যান ছাইম উদ্দিনের সভাপতিত্বে ও বিএনপি নেতা মাওলানা শুয়াইব আহমদসহ স্থানীয় জামায়াত বিএনপির নেতাকর্মীদের সার্বিক তত্বাবধানে গত বৃহষ্পতিবার করগাঁও ইউপির শেরপুর কামালপুর, রাধানগরে এমপি কেয়া চৌধুরীকে শোকাহত মাসে সংবর্ধনা প্রদান করা হয়। এঘটনায় আওয়ামী পরিবারের লোকজনের মধ্যে দেখা দেয় ক্ষোভ। তারা এ ঘটনার তীব্র নিন্দা জানান। এব্যাপারে নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলমগীর চৌধুরী জানান, আগষ্ট মাস বাঙালি জাতির জন্য একটি শোকের মাস। এই মাসে বিশেষ করে আওয়ামীলীগের কোন নেতাকর্মী কি সংবর্ধনা নিতে ও দিতে পারে না। মাত্র কয়েকদিন পরেই গভীরতম শোকের দিন ১৫ আগষ্ট। তাহলে সংরক্ষিত আসনের এমপি কেয়া চৌধুরী কি করে এ সংবর্ধনা নিয়েছেন তা আমাদের বোধগম্য নয়। এঘটনায় আমরা মর্মাহত। নাম প্রকাশে অনিচ্ছুক বাহুবল উপজেলা আওয়ামীলীগের অন্যতম নেতা জানান, এমপি কেয়া চৌধুরীর পিতা মরহুম মানিক চৌধুরী স্বাধীনতার পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহযোগিতায় বাহুবল তথা হবিগঞ্জ আওয়ামীলীগে নেতৃত্ব দেন। পরবর্তীতে তিনি মুজিব আদর্শের সাথে বেঈমানী করে স্বৈরাচার এরশাদ সরকারের আমলে জাতীয় পার্টিতে যোগ দিয়ে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন এবং পরবর্তীতে ১৯৮৮ সালে জাতীয় পার্টি থেকে এমপি নির্বাচন করে জাসদ প্রার্থী এড. মোছাব্বির চৌধুরীর নিকট পরাজিত হন। তার মেয়ের কাছ থেকে এর চেয়ে বেশি আমরা কি আশা করতে পারি।


     এই বিভাগের আরো খবর