,

জনগণের সেবা ও উন্নয়ন করাই আমার মূল লক্ষ্য – ডাঃ মুশফিক হোসেন চৌধুরী

আলী হাছান লিটন ॥ হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএমএর সভাপতি ও জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি ডাক্তার মুশফিক হোসেন চৌধুরী বলেছেন, স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে সরকার বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে কমিউনিটি ক্লিনিক করেছে। ক্লিনিকের মাধ্যমে মানুষ নিয়মিত সেবা পাচ্ছে। প্রাথমিকভাবে চিকিৎসা হলো অতি গুরুত্বপূর্র্ণ বিষয়। মৌলভীবাজার বিএনএসবি চক্ষু হাসপাতাল ও নবীগঞ্জ আব্দুল হক চেধুরী বিএনএসবি চক্ষু হাসপাতাল কর্তৃক স্কুল ভিত্তিক প্রাথমিক চক্ষু চিকিৎসা সেবা চালু করায় আমাদের কোমলমতি ছাত্র-ছাত্রীরা চক্ষু চিকিৎসা পাবে। তারা পর্যায়ক্রমে সব স্কুলেই এই সেবা চালু করলে বলে আশা রাখি। এব্যাপারে সরকারও নিরলসভাবে কাজ করে যাচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ যখন উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে তখন তথাকতিত ইসলামের নামধারী জঙ্গিরা দেশকে অকার্যকর বানাতে চায়। জঙ্গিবাদ, সন্ত্রাস ও নাশকতা করে কেউ ক্ষমতায় যেতে পারবে না। আগষ্ট মাস শোকের মাস। এ মাসে শোককে শক্তিতে রূপান্তরিত করে জঙ্গিবাদ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে গোটা জাতিকে শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকতে হবে। তিনি আরো বলেন, বাউসা ইউনিয়নে আমার বাড়ী। তাই উন্নয়নের ক্ষেত্রে দলমত নির্বিশেষে আমরা সবাই এক। জনগণের সেবা ও উন্নয়ন করাই আমার মূল লক্ষ্য। জেলা পরিষদের প্রশাসকের দায়িত্ব পাওয়ার পর আমি নবীগঞ্জ তথা বাউসা ইউনিয়নের আনাচে কানাচে ব্যাপক উন্নয়ন করেছি। এসময় তিনি রুদ্রগ্রাম রোড হইতে হযরত শাহ্ তাজ উদ্দিন কুরেশী (রঃ) উচ্চ বিদ্যালয়ের রাস্তা পাকা করনের ঘোষণা দেন। গত রবিবার দুপুরে নবীগঞ্জ উপজেলার বাউসা ইউনিয়নের হরিধরপুর হযরত শাহ্ তাজ উদ্দিন কুরেশী (রঃ) উচ্চ বিদ্যালয়ের হলরুমে জেলা পরিষদের অর্থায়নে ডাক্তার মুশফিক হোসেন চৌধুরী একাডেমিক ভবন, মৌলভীবাজার বিএনএসবি চক্ষু হাসপাতাল ও নবীগঞ্জ আব্দুল হক বিএনএসবি চক্ষু হাসপাতাল কর্তৃক স্কুলে ছাত্র-ছাত্রীদের মধ্যে প্রাথমিক চক্ষু চিকিৎসা সেবার উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। বাউসা ইউপি চেয়ারম্যান ও বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ আনোয়ারুর রহমানের সভাপতিত্বে, সহকারী শিক্ষক মোস্তাকিম বিল্লাহর পরিচালনায় এতে বিশেষে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাউসা ইউপির নব-নির্বাচিত চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ আবু সিদ্দিক, নবীগঞ্জ আব্দুল হক বিএনএসবি চক্ষু হাসপাতাল এর সভাপতি ও উপজেলা যুবলীগের আহবায়ক আলহাজ্ব ফজলুল হক চৌধুরী সেলিম, বাউসা ইউপির প্যানেল চেয়ারম্যান মোঃ ফিরোজ মিয়া, দিনারপুর কলেজের অধ্যক্ষ তনুজ রায়, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হারুন মিয়া, লন্ডন প্রবাসী দানশীল ব্যক্তিত্ব আওয়ামীলীগ নেতা আলহাজ্ব তরাশ উল্লা, অত্র বিদ্যালয়ের অভিভাবক সদস্য দিজেন্দ্র রায় মহাদেব, শফিকুর রহমান, শাহ্ তাজ উদ্দিন কিন্ডার গার্টেন স্কুলের নির্বাহী পরিচালক ইসমত আহমেদ, ধুলচাতল তাজিয়া মুবাশ্বিরিয়া আলিম মাদ্রাসার গভর্নিং বডির সদস্য মনসুর আহমদ চৌধুরী প্রমুখ। এতে উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী ও অভিভাবকবৃন্দ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন বিদ্যালয়ের ছাত্র তোফায়েল মিয়া, গীতা পাঠ করেন স্বজল সরকার। উক্ত অনুষ্ঠানে শাহ্ তাজ উদ্দিন কুরেশী (রঃ) উচ্চ বিদ্যালয়ের সংস্কার কাজের জন্য ১ লক্ষ অনুদান প্রদান করেন লন্ডন প্রবাসী দানশীল ব্যক্তিত্ব আওয়ামীলীগ নেতা তরাশ উল্লা।


     এই বিভাগের আরো খবর