,

শোকের মাসে যারা সংবর্ধনা নেয় তারা মুক্তিযুদ্ধার সন্তান হতে পারে না- এমপি আবু জাহির

হবিগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জ-৩ আসনের এমপি অ্যাডভোকেট মো. আবু জাহির বলেছেন, শোককে শক্তিতে রূপান্তরিত করে শেখ হাসিনার নেতৃত্বে সন্ত্রাস, জঙ্গিবাদ, ক্ষুদা দারিদ্রমুক্ত ও জ্ঞান নির্ভর বাংলাদেশ প্রতিষ্ঠিত করতে হবে। বঙ্গবন্ধুর খুনি জিয়াউর রহমান রাজাকার শাহ আজিজকে প্রধানমন্ত্রী বানিয়ে মুক্তিযোদ্ধের চেতনায় আঘাত এনেছিল। যারা মুক্তিযোদ্ধের চেতনার বিরোদ্ধে কথা বলে, শোকের মাসে সংবর্ধনা নেয়। তারা আর যাই হোক মুক্তিযোদ্ধার সন্তান হতে পারেনা। তারা রাজাকারের বংশধর, খন্দকার মোস্তাকের প্রেতাত্মা। এদের ব্যাপারে সকলেই সতর্ক এবং ঐক্যবদ্ধ থাকতে হবে। যেন আওয়ামী লীগ তথা মুক্তিযুদ্ধের চেতনায় আঘাত না আনতে পারে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহাদাৎবার্ষিকী ও জাতীয় শোক দিবস উদযাপন উপলক্ষ্যে হবিগঞ্জ জেলা প্রশাসন আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথাগুলো বলেন। গতকাল দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে নিম তলায়, জেলা প্রশাসক সাবিনা আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, মহিলা এমপি অ্যাডভোকেট আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী, জেলা পরিষদ প্রশাসক ডা. মুশফিক হোসেন চৌধুরী, পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র, সাবেক পৌর চেয়ারম্যান শহীদ উদ্দিন চৌধুরী, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক আবদুর রউফ, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক সফিউল আলম ও অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব রোকন উদ্দিন প্রমুখ।


     এই বিভাগের আরো খবর