,

মাধবপুরে এক শিশু ৫ মাস ধরে নিখোঁজ

মাধবপুর প্রতিনিধি ॥ “আমার পুলা না পাইলে আমিও আত্মহত্যা কইরা মইরা যামু। ৫ মাস ধইরা নিখোঁজ পুলার কোনো খোঁজ পাইতেছি না। শুধু আদালত ও থানায় দৌড়াদৌড়ি করিতেছি।” নারী ছেড়া ধন ছেলে আতিকুরকে হারিয়ে মা কুলসুমা বেগম থানায় এসে মঙ্গলবার সকালে থানায় এসে এমন আকুতি করছিলেন। উপজেলার বাঘাসুরা গ্রামের গেদু মিয়ার ছেলে আতিকুর রহমানকে বরিশালের এক যুবক ফুসলিয়ে বাড়ি থেকে নিয়ে নেয়। ৭ বছরের শিশু আতিকুরের মা থানায় এসে নিখোঁজ ডায়েরী করেন। এর তদন্ত ভার করে ছাতিয়াইন ফাঁড়ির ইনচার্জ এসআই আব্দুল আউয়ালের উপর। আতিকুরের মা ভিক্ষুক কুলসুমা বেগম ছেলে উদ্ধারে দারোগার দারস্থ হন। কিন্তু এ বিষয়ে দারোগা কোনো সুরাহা করতে পারেনি। অবশেষে তিনি একই গ্রামের তোতা মিয়া তার ছেলে সাইফুল, উস্তার ও বরিশালের সাব্বির সহ ৫ জনের বিরুদ্ধে ছেলে উদ্ধার চেয়ে হবিগঞ্জ আদালতে মামলা দায়ের করেন। আদালতের নির্দেশ পেয়ে মাধবপুর থানার এসআই মমিনুল ইসলাম এই মামলার তদন্ত ও আতিকুরকে উদ্ধারে নড়েচড়ে বসেন। এ ব্যাপারে তদন্ত কর্মকর্তা মমিনুল ইসলাম জানান, শিশু আতিকুরকে উদ্ধারের জন্য ঢাকায় গিয়েছি। তাকে উদ্ধারে সূত্র পেয়েছি। আশা করি দ্রুতই শিশু আতিকুরকে অক্ষত অবস্থায় তার মায়ের নিকট ফিরিয়ে দিতে পারব।


     এই বিভাগের আরো খবর