,

জাতীয় শোক দিবসে নবীগঞ্জ উপজেলা আ’লীগ সভাপতির ফুটবল ম্যাচ আয়োজন নিয়ে তোলপাড়

স্টাফ রিপোর্টার ॥ জাতীয় শোক দিবসে নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি ইমদাদুর রহমান মুকুল এর ফুটবল ম্যাচ আয়োজন নিয়ে আলোচনা-সমালোচনার সৃষ্ঠি হয়েছে। গজনাইপুর ইউনিয়নের সাতাইহাল ফুটবল খেলার মাঠে গত ১৫ই আগষ্ট জাতীয় শোক দিবসে এ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। উল্লেখ্য, হযরত শাহ মুশকিল আহসান (রঃ) নামে এই ফুটবল টুর্নামেন্ট শুরু হয় আগষ্ট মাসের প্রথম সপ্তাহে। মাসব্যাপী এই টুর্নামেন্ট আয়োজক কমিটির সভাপতি হচ্ছেন নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও গজনাইপুর ইউপির নব-নির্বাচিত চেয়ারম্যান ইমদাদুর রহমান মুকুল। গত ১৫ আগষ্ট বিকালে ঐ টুর্নামেন্টের একটি ম্যাচ অনুষ্ঠিত হয়। এতে হাজারো দর্শক উপস্থিত হয়ে আনন্দ উল্লাস করেন। এতে আয়োজক কমিটির সভাপতি ও নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি ইমদাদুর রহমান মুকুল উপস্থিত হয়ে বক্তব্য রাখেন। ওই দিন বিকালে পানিউমদা বাজারে ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে এক শোক সভা অনুষ্ঠিত হয়। উক্ত শোক সভায় বিশেষ অতিথি হিসেবে নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি ইমদাদুর রহমান মুকুল এর উপস্থিত হওয়ার কথা ছিলো। কিন্তু তিনি ওই শোক সভায় উপস্থিত হননি। ফলে শোক সভায় উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের আহবায়ক ফজলুল হক চৌধুরী সেলিম তীব্র ক্ষোভ প্রকাশ করে ও নিন্দা জানিয়ে বলেন, জাতির জনক বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকীতে নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি ইমদাদুর রহমান মুকুল এর এই ফুটবল ম্যাচটি আয়োজন করা সঠিক হয়নি। তিনি বলেন ফুটবল ম্যাচে বক্তব্য দিয়ে দর্শকদের সাথে আনন্দ উল্লাস করলেও শোক সভায় উপস্থিত না হওয়ায় আমি এর নিন্দা জানাচ্ছি। নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি ইমদাদুর রহমান মুকুল এর এহেন কর্মকান্ডে নবীগঞ্জ উপজেলার সর্বস্তরের আওয়ামীলীগের নেতাকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে। তারা এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন।


     এই বিভাগের আরো খবর