,

বাহুবলে ছিনতাইয়ের ২০ ঘন্টার মাথায় ইমা গাড়ি উদ্ধার ॥ এক যুবক আটক

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলে ছিনতাইয়ের ২০ ঘন্টার মাথায় পুলিশ ইমা গাড়ি উদ্ধার ও এক ছিনতাইকারী যুবককে গ্রেফতার করেছে। ঘটনাটি ঘটেছে গতকাল মঙ্গলবার বেলা ৩টায় উপজেলার ডুবাঐ গ্রামে। আগের দিন সন্ধ্যা পৌণে ৭টায় ওই ইমা গাড়ি যাত্রী ছদ্মবেশী ৫ যুবক অস্ত্রের মুখে ছিনিয়ে নিয়ে যায়। এব্যাপারে বাহুবল মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়। পুলিশ সূত্র জানায়, হবিগঞ্জ শহরের শায়েস্তানগর এলাকার নরসিংহ রবি দাশের পুত্র মালিক ও চালক রঞ্জু রবিদাশ ইমা গাড়ি (সিলেট ছ-১১-১০৮২) নিয়ে পানিউমদা থেকে হবিগঞ্জের উদ্দেশ্যে ঢাকা-সিলেট মহাসড়ক পথে রওনা হন। পথিমধ্যে ৫ যুবক স্থানীয় ডুবাঐ বাজার থেকে যাত্রীবেশে ওই ইমা গাড়িতে উঠে। এক পর্যায়ে আদিত্যপুর ও মুগকান্দি গ্রামের মাঝামাঝি স্থানে এসে যাত্রীবেশী ছিনতাইকারী ওই ৫ যুবক অস্ত্রের মুখে চালক রঞ্জু রবি দাশকে জিম্মি করে রাস্তায় নামিয়ে দিয়ে গাড়িটি নিয়ে বিপরিত দিকে পালিয়ে যায়। পরে রঞ্জু রবিদাশ বিষয়টি বাহুবল মডেল থানা পুলিশকে অবগত করলে পুলিশ অনুসন্ধানে নামে। গতকাল মঙ্গলবার বেলা ৩টার দিকে বাহুবল মডেল থানার এসআই মফিজুলের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে স্থানীয় দক্ষিণ ডুবাঐ গ্রামের আরজত উল্লার পুত্র সুজন মিয়ার বাড়ি থেকে উদ্ধার করে। এসময় পুলিশ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে দক্ষিণ ডুবাঐ গ্রামের কালীপদ দাশ-এর পুত্র সুমন দাশ (২৫) কে গ্রেফতার করে।


     এই বিভাগের আরো খবর