,

কুর্শি ইউপির নব-নির্বাচিত চেয়ারম্যান আলী আহমদ মুসার দায়িত্বভার গ্রহন

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ উপজেলার ৬নং কুর্শি ইউপির নব-নির্বাচিত চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সাবেক সভাপতি আলী আহমদ মুসা দায়িত্বভার গ্রহন করেছেন। এ উপলক্ষে গতকাল দুপুরে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। নব-নির্বাচিত চেয়ারম্যান আলী আহমেদ মুসার সভাপতিত্বে ও নব-নির্বাচিত ইউপি সদস্য এম.এ বাছিতের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীগঞ্জ উপজেলা চেয়ারম্যান এড. আলমগীর চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার তাজিনা সারোয়ার। স্বাগত বক্তব্য দেন ইউপি সদস্য পারছু মিয়া। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফেজ খুরশেদ আলম, গীতা পাঠ করেন সুশীতল কুমার রায়। এতে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও গজনাইপুর ইউপির নব-নির্বচিত চেয়ারম্যান ইমদাদুর রহমান মুকুল, সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান শিরিন আক্তার, পৌর আওয়ামীলীগের সভাপতি মুজাহিদুল ইসলাম, উপজেলা আওয়ামীলীেেগর সাংগঠনিক সম্পাদক রিজভী আহমদ খালেদ, পৌরসভার প্যানেল মেয়র এটিএম সালাম, হবিগঞ্জ ইউনিয়ন সচিব পরিষদের সভাপতি নুরুল হুদা চৌধুরী, প্রবাসী কমিউনিটি লিডার আশিদ আলী, সহকারী অধ্যাপক জয়নাল আবেদীন খান জিন্নাহ, উপজেলা মহিলা আওয়ামীলীগের সম্পাদক নিলুফা ইয়াসমীন, দপ্তর সম্পাদক মুহিবুর রহমান চৌধুরী, পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ওহি দেওয়ান চৌধুরী, কুর্শি ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক কামাল হাছান চৌধুরী, উপজেলা স্বেচ্ছা সেবকলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক উজ্জল সরদার, উপজেলা ছাত্রলীগ সভাপতি আবু ছালেহ জীবন, ইউপি সদস্য আব্দুস সোবহান, আল আমিন খাঁন, শাহ শামছুল ইসলাম সুজন, শ্রীবাস, জুবায়ের আহমদ চৌধুরী রাজু, আব্দুল মন্নাফ, আকাব আলী, সংরক্ষিত মহিলা সদস্য রাজিয়া শাহ সুরাইয়া বক্স, রাজিয়া বেগম, নীলিমা আক্তার, আওয়ামীলীগ নেতা এনাম আহমদ, অমলেন্দু সূত্রধর, মুহিতুর রহমান, চুনু মিয়া, শ্রমিকলীগ সভাপতি সেলিম মিয়া, যুবলীগ নেতা জামাল খান প্রমূখ। আয়োজিত সভায় বিভিন্ন শ্রেণি পেশার বিপুল সংখ্যক লোকজন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এড. আলমগীর চৌধুরী বলেন, মানুষের ভাগ্য পরিবর্তনে স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আজীবন সংগ্রাম করেছেন। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা জাতির জন্য উদ্দীপ্ত এক প্রেরণা। স্বাধীনতা, মুক্তিযুদ্ধ আমাদের গৌরবময় এক অধ্যায়। বঙ্গবন্ধু আমাদের স্বাধীনতা দিয়েছেন এবং তারই কন্যা দেশ রতœ শেখ হাসিনা বিশ্বের নিকট বাংলাদেশকে উন্নয়নের মডেল হিসেবে পরিচিতি দিয়েছেন। দেশ এগিয়ে যাচ্ছে, দেশ এগিয়ে যাবে। কোন অপশক্তি দেশের উন্নয়নকে ব্যাহত করতে পারবেনা। সন্ত্রাস, নৈরাজ্য আর জঙ্গিবাদকে এদেশের মানুষ গ্রহণ করেনি। কখনও করবেনা। জাতি আজ মধ্যম আয়ের দেশ হিসেবে গর্বিত। গ্রামীণ উন্নয়নে বর্তমান সরকার দৃঢ় প্রতিজ্ঞ। অনুষ্ঠানের শুরুতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবের প্রতি গভীর শ্রদ্ধা ও সমবেদনা জ্ঞাপন করে এক মিনিট নিরবতা পালন করা হয়। সমাপনী বক্তব্যে নব-নির্বাচিত চেয়ারম্যন আলী আহমদ মুসা তার উপর অর্পিত দায়িত্ব পালনে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।


     এই বিভাগের আরো খবর