,

নবীগঞ্জে মহিলা আওয়ামীলীগের উদ্যোগে জাতীয় শোক দিবস পালন ও সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে বিশাল মানববন্ধন

প্রেস বিজ্ঞপ্তি ॥ নবীগঞ্জ মহিলা আওয়ামীলীগের উদ্যোগে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালন ও জঙ্গি-সন্ত্রাসবাদের বিরুদ্ধে বিশাল মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে নবীগঞ্জ মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে এ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। নবীগঞ্জ উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি দিলারা বেগমের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হবিগঞ্জ জেলা মহিলা আওয়ামীলীগের সভানেত্রী জমিলা বেগম। বিশেষ অতিথি ছিলেন, সিলেট মহানগর মহিলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক রওশন জেবিন রুবা, হবিগঞ্জ সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌসি আরা বেগম, নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমেদ মিলু, জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইসমত আরা জলি, সদস্য লুৎফুননাহার স্মৃতি, যুব মহিলা আওয়ামীলীগের সভাপতি মেহেরুন নেছা চৌধুরী, নবীগঞ্জ উপজেলা মহিলা আওয়ামীলীগের সহ-সভাপতি লায়লা নুরুন্নাহার নাজরীন চৌধুরী, সাধারণ সম্পাদক সইফা রহমান কাকলী, শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক কবি নীলুপা ইসলাম, উপজেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি দুলাল চৌধুরী, উপজেলা স্বেচ্ছসেবকলীগের যুগ্ম আহবায়ক ইকবাল আহমেদ বেলাল, উপজেলা বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক ডাঃ নিজামুল হক, বড় ভাকৈর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গৌতম কুমার দাস। এম এস লিমনের সঞ্চালনায় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, হামিদা বেগম, সাজেদা বেগম, মির্জা তাহমিনা, পারুল চৌধুরী, শিবু রানী দাশ প্রমুখ। সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন নবীগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ নুরউদ্দিন বীরপ্রতীক। কোরআন থেকে তেলাওয়াত করেন সাজেদা মজিদ, গীতা পাঠ করেন ঝুমা রায়। মানববন্ধনে বক্তারা, জঙ্গি দমনে সকল জনসাধারণকে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহবান জানান।


     এই বিভাগের আরো খবর