,

হবিগঞ্জে স্কুল ছাত্রী অপহরনের ঘটনায় এক মহিলা আটক

হবিগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জ শহরতলীর ভাদৈ এলাকা থেকে স্কুল ছাত্রী রোমেনা আক্তারকে (১৬) অপহরণের ঘটনায় পারভিন আক্তার (৩০) নামের এক মহিলাকে আটক করেছে পুলিশ। সে বড় বহুলা গ্রামের জমসেদ আলীর স্ত্রী। গতকাল শনিবার সন্ধ্যায় সদর থানার এসআই সাহিদ আলী অভিযান চালিয়ে তাকে আটক করেন। উল্লেখ্য সদর উপজেলার বড় বহুলা চৌধুরী হাটির গ্রামের বাসিন্দা মোঃ আব্দুল জলিলের কন্যা ওই স্কুলের দশম শ্রেণীর ছাত্রী রোমেনা আক্তারকে দীর্ঘদিন ধরে উত্যক্ত করতো একই গ্রামের ফুল মিয়ার পুত্র বখাটে ফয়সল মিয়া। বিষয়টি ওই ছাত্রীর পরিবার বখাটে ফয়সলের পরিবারকে জানালে সে ক্ষিপ্ত হয়ে উঠে। গত ১৩ জুলাই বিদ্যালয়ে পরীক্ষা দিতে বাড়ি থেকে বের হয় রোমেনা। এ সময় পূর্ব থেকে উৎপেতে ফয়সল ও তার সঙ্গীরা সিএনযোগে রোমেনাকে অপহরণ করে নিয়ে যায়। বিষয়টি রোমেনার পরিবার ফয়সলের পরিবারকে অবহিত করলে তারা রোমেনাকে ফেরত দিবে বলে আশ্বস্থ করে। কিন্তু অপহরণের ১ সপ্তাহ পেরিয়ে গেলেও রোমেনাকে ফেরত না দেয়ায় গত গত ২২ জুলাই রোমেনার পিতা আব্দুল জলিল বাদি হয়ে ফয়সল ও তার পিতা ফুল মিয়া, মা রাজু বিবি, চাচা আরজু মিয়া ও জমসেদ মিয়াকে আসামী করে সদর থানায় মামলা করেন। মামলাটি তদন্তের দায়িত্ব পান এসআই সাহিদ। গতকাল গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ তাকে আটক করে।


     এই বিভাগের আরো খবর