,

বাহুবলে সুলতানা হত্যাকান্ডের ঘটনায় আতঙ্কে শিশুরা : বিদ্যালয়গুলোতে কমে গেছে শিক্ষার্থীর সংখ্যা

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলের উত্তরসুর গ্রামে দিনমজুর কন্যা ও প্রথম শ্রেণীর ছাত্রী সুলতানা আক্তার হত্যাকান্ডের ঘটনায় এলাকার শিশুদের মাঝে অজানা আতঙ্ক বিরাজ করছে। ভয় আর শঙ্কায় আশপাশের বিদ্যালয়গুলোতে কমে গেছে শিক্ষার্থীদের উপস্থিতি। এমনকি মা-বাবা ছেড়ে বাসা-বাড়ি থেকেও বের হওয়ার সাহস পাচ্ছেনা অনেক শিশু। গতকাল শনিবার এলাকা ঘুরে এবং কোন কোন অভিভাবকের সাথে কথা বলে শিশুদের মাঝে আতঙ্কের কথা জানা গেছে। অভিভাবকরা জানান, গত শুক্রবার সকালে নয় বছরের শিশু সুলতানার লাশ ধানের জমি থেকে উদ্ধারের পর এলাকাবাসীর মাঝে আতঙ্ক দেখা দেয়। বিশেষ করে শিশুরাই বেশী এ অতঙ্কে ভুগছে। গত ১৭ ফেব্র“য়ারী উপজেলার সুন্দ্রাটকি গ্রামে নিমর্মভাবে হত্যাকান্ডের শিকার ৪ শিশুর লাশ উদ্ধারের পরও আতঙ্কে বিভিন্ন শিক্ষা-প্রতিষ্ঠানে ছাত্র-ছাত্রীদের উপস্থিতি হ্রাস পেয়েছিল। উল্লেখ্য, গত মঙ্গলবার বেলা ২টার দিকে উপজেলার উত্তরসুর গ্রামের আফজল মিয়ার শিশু কন্যা প্রাইমারী ছাত্রী সুলতানা হামিদনগর এলাকায় দোকান থেকে কেরোসিন আনতে গিয়ে নিখোঁজ হয়। তার পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোজাখুজি করেও তার কোন সন্ধান পাননি। পরদিন এ ব্যাপারে শিশুর পিতা আফজল মিয়া বাহুবল মডেল থানায় একটি জিডি এন্ট্রি করেন। এ প্রেক্ষিতে পুলিশ ওইদিন বিকেলে নিখোজ শিশুর বাড়ি পরিদর্শন করে। এদিকে, নিখোঁেজর ৩দিন পর গত শুক্রবার সকাল সাড়ে ১০টায় গ্রামের পাশে একটি ধানের জমি থেকে সুলতানার অর্ধগলিত লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় অলি ও সিজিল মিয়া নামে দুই ব্যক্তিকে ডিবি পুলিশ হেফাজতে নিয়েছে।


     এই বিভাগের আরো খবর