,

বাহুবলে ট্রাক শ্রমিকদের মহাসড়ক অবরোধ

বাহুবল প্রতিনিধি ॥ হাইওয়ে পুলিশের ‘হয়রানি’র প্রতিবাদে প্রায় দেড় ঘণ্টা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে হবিগঞ্জ জেলা ট্রাক-লরি শ্রমিক ইউনিয়নের নেতাকর্মীরা। গতকাল সোমবার দুপুর সোয়া ১২টার দিকে বাহুবল উপজেলার হাফিজপুর এলাকায় মহাসড়কে বেরিকেড দিয়ে যানবাহন চলাচল বন্ধ করে দেয় তারা। জেলা ট্রাক-লরি শ্রমিক ইউনিয়নের সেক্রেটারি শাহজাহান জানান, গতকাল সোমবার সকালে বাহুবল থেকে শায়েস্তাগঞ্জ যাওয়ার পথে একটি ট্রাককে হাফিজপুর এলাকায় আটক করেন শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার এক সার্জেন্ট। পরে ট্রাক চালকের কাছে ওই সার্জেন্ট টাকা দাবি করেন। কিন্তু চালক টাকা না দেয়ায় তাকে মারধর করেন তিনি। এ ঘটনাসহ হাইওয়ে পুলিশের বিভিন্ন হয়রানিমূলক কর্মকান্ডের প্রতিবাদে তারা মহাসড়ক অবরোধ করেন। শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন জানান, হবিগঞ্জের কয়েকটি গাড়ির কাগজপত্র সঠিক না পেয়ে মামলা করায় তারা মহাসড়ক অবরোধ করে। এতে মহাসড়কে যানজট সৃষ্টি হয়। পরে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের বোঝালে বেলা পৌনে ২টার দিকে তারা অবরোধ তুলে নেয়।


     এই বিভাগের আরো খবর