,

বানিয়াচঙ্গে স্কুল ছাত্রীর বাল্য বিয়ে বাতিল করেছে প্রশাসন

বানিয়াচং প্রতিনিধি ॥ বানিয়াচঙ্গে প্রশাসনের হস্তক্ষেপে ৯ম শ্রেণির স্কুল ছাত্রীর বাল্য বিয়ে বাতিল করা হয়েছে। উপজেলা সদরের শরীফখানী গ্রামের আবদুস শহীদ মিয়ার কন্যা গতকাল শুক্রবার বিকেল ২টায় বিয়ের অনুষ্ঠান ছিল এ খবর পেয়ে স্থানীয় চেয়ারম্যান মোঃ রেখাছ মিয়ার নির্দেশে এলাকার মহিলা মেম্বার মুক্তা রানী দাস ও মেম্বার মাহফুজুর রহমান মামুনকে পাঠান বিয়ে বন্ধ করার জন্য। অপরদিকে এ বাল্য বিয়ের খবর পেয়ে মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ ট্রাস্ট অব বাংলাদেশের জেলা চীফ কো-অর্ডিনেটর ও ইউনিকেয়ার এনজিওর চেয়ারম্যান সাংবাদিক কামরুল হাসান কাজল বানিয়াচং উপজেলা কমটির আহ্বায়ক ও রাহ এনজিও এর চেয়ারম্যান মানবাধিকার কর্মী মোঃ ছাদেকুর রহমান খানকে নির্দেশ দিলে একদল মানবাধিকার কর্মীর নেতৃত্বে বিয়ের অনুষ্ঠান করতে বাধা দেয়। এনিয়ে গতকাল শুক্রবার স্থানীয় মেম্বার ও মানবাধিকার কর্মীদের তৎপরতায় বিয়ের অনুষ্ঠান করতে পারেনি। মেয়ের বাবা আঃ শহিদ জানায় আমার মেয়ের বয়স পূর্ণ হলে বিয়ে দিবে বলে মানবাধিকার কর্মীদের প্রতিশ্র“তি প্রদান করেন।


     এই বিভাগের আরো খবর