,

বাহুবল কলেজ জাতীয়করণের দাবিতে ছাত্র-জনতার মহাসড়ক অবরোধ : ২ কিলোমিটার দীর্ঘ মানবন্ধন ॥ টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবল উপজেলা সদরের একমাত্র উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান ‘বাহুবল কলেজ’ জাতীয়করণের দাবিতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ ও মানববন্ধন করেছে শিক্ষার্থী, অভিভাবক সহ রাজনৈতিক নেতৃবৃন্দ। গতকাল শনিবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত কলেজ গেইট সংলগ্ন মহাসড়কে এ কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে অংশগ্রহণকারী ছাত্রছাত্রীরা টায়ারে আগুন জ্বালিয়ে ব্যারিকেড সৃষ্টি করে দুই ঘন্টা মহাসড়ক অবরোধ করে রাখে। প্রায় দুই কিলোমিটার দীর্ঘ মানববন্ধন ও অবরোধের ফলে মহাসড়কের উভয় পার্শ্বে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ফলে প্রচন্ড গরমে যাত্রী মারাত্মক দুর্ভোগে পড়েন। এ সময় ছাত্রছাত্রীরা প্লে কার্ড হাতে নিয়ে বাহুবল কলেজকে জাতীয়করণের দাবিতে বিভিন্ন শ্লোগান দিতে থাকে। মানববন্ধন ও অবরোধ কর্মসূচিতে উপস্থিত হয়ে বক্তারা বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে ভুল বুঝিয়ে উপজেলা সদরের বাহুবল কলেজকে জাতীয়করণ প্রক্রিয়া থেকে বাদ দিয়ে ১০ কি.মি. দূরবর্তী এবং উপজেলার এক প্রান্তে অবস্থিত একটি কলেজকে জাতীয়করণের ঘোষণা উপজেলাবাসীর সঙ্গে প্রতারণার সামিল। বক্তারা জনস্বার্থে বাহুবল উপজেলা সদরে অবস্থিত সনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান ‘বাহুবল কলেজ’কে জাতীয়করণের দাবি জানান। এ মানববন্ধনে ওই কলেজের শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, স্থানীয় জনপ্রতিনিধি, সাধারণ জনগণ এবং সরকার দলসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। পরে স্থানীয় উপজেলা চেয়ারম্যানের আশ্বাসে ও স্থানীয় প্রশাসনের অনুরোধে অবরোধকারীরা অবরোধ প্রত্যাহার করে নেয়। পরে যান চলাচল স্বাভাবিক হয়।


     এই বিভাগের আরো খবর