,

বাহুবলে অবৈধ বালু উত্তোলন : জরিমানা

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলে বালু মহাল হতে অবৈধ বালু উত্তোলনের দায়ে দুটি ড্রেজার মেশিন জব্দ ও হবিগঞ্জের মশাজানে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করে ভ্রাম্যমান আদালত। গতকাল সোমবার দুপুরে হবিগঞ্জের নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান মারুফ এ অভিযান পরিচালনা করেন। জানা যায়, বাহুবল উপজেলার সুন্দ্রাটিকি ও অলিপুর এলাকার করাঙ্গী-কামাইছড়া বালু মহাল হতে অবৈধ বালু উত্তোলনকারী দুটি ড্রেজার সংযুক্ত পাইপ লাইনসহ ধংস ও সদর উপজেলার মশাজান ব্রীজে পাশে মাটি উত্তোলনকারী ট্রাক্টর মালিক মোঃ তাজুল ভান্ডারীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয় । ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, সরকারি নির্দেশনা না মেনে মশাজান ব্রীজের স্বল্প দূরত্বে মাটি উত্তোলন করায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। বাহুবল উপজেলাধীন সুন্দ্রাটিকি ও অলিপুর ইউনিয়নের করাঙ্গী-কামাইছড়া বালু মহাল হতে স্থানীয় একটি চক্র বালু উত্তোলন করে আসছিল। হবিগঞ্জ পুলিশ লাইনের একটি টীম ভ্রাম্যমাণ আদালতকে সহযোগীতা করেন।


     এই বিভাগের আরো খবর