,

বানিয়াচঙ্গের গুনই গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে দু’পক্ষের সংঘর্ষ : পুলিশসহ ১০ জন আহত ॥ ৩৬ দাঙ্গাবাজ আটক

বানিয়াচং প্রতিনিধি ॥ বানিয়াচং উপজেলার গুনই গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে দু’পক্ষের সংঘর্ষ থামাতে গিয়ে পুলিশসহ ১০ জন আহত হয়েছে। এ ঘটনায় ৩৬ দাঙ্গাবাজকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল সোমবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। পুলিশ সুত্রে জানা যায়, ওই গ্রামের চেয়ারম্যান প্রার্থী মাসুদ আহমেদ মক্কী ও একই এলাকার কামরুজ্জামান চৌধুরীর সাথে গত ইউপি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে দুইজনই পরাজিত হন। এ পরাজয়ের জন্য একজন আরেকজনকে দায়ী করেন। এ নিয়ে দুইজনের মধ্যে বিরোধ দানা বাঁধে। গতকাল ওই সময় উভয়পক্ষের শত শত লোক দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষের প্রস্তুতি নেয়। এ খবর পেয়ে বানিয়াচং থানার ওসি অমূল্য কুমার চৌধুরীর নেতৃত্বে এসআই ওমর ফারুক ও প্রদীপ দাশসহ একদল পুলিশ ঘটনাস্থলে পৌছে সংঘর্ষ থামায়। এতে উভয়পক্ষ ক্ষিপ্ত হয়ে পুলিশের উপর হামলা চালায়। এ সময় এসআই প্রদীপ দাশ ও ৩ পুলিশসহ ১০ জন আহত হয়। এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে পুলিশ কামরুজ্জামান চৌধুরী (৩৭), মাসুদ কোরেশী (৪৫), ছোয়াব উল্লা (৩০), সেলিম মিয়া (২৫), অনু মিয়া (২০), আব্দুল মন্নান (৩৫), অলি মিয়া (৩৫), ছোবহান (২০), ছাবু মিয়া (৩৫), জুয়েল (৩৫), মোজাম্মেল (৩০), আলম (৩৫), ছালেক (৩০), মোশাহিদ (৩০), তালেব (২৮), হাফিজ (৪৫), মিন্নত আলী (৩৫), ফারুক (২০), আয়াকুর (২০), নজির মিয়া (৩৫), রমিজ (২০), আশিকুর (২৫), রিয়াজ (২৫), বশির (২৫), আশিক (২৫), রশিদ (৩৫), আলামিন (৪৫), কমল মিয়া (২০), এবাদুর রহমান (২২), আনিছ (২৩), সাব্বির (২৫), মিন্টু (২৪), শাহ আলমগীর (২৬), শাহ আহমদুর (২৮), শাহ নুরুল ইসলাম (৩০) ও শাহ আলম (২৬) কে আটক করে। গতকালই তাদেরকে কোর্টের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে এসআই ওমর ফারুক বাদি হয়ে উল্লেখিতদের বিরুদ্ধে পুলিশ এসল্ট মামলা করেছেন। আটক কামরুজ্জামান চৌধুরী জানান, মাসুদ কোরেশী রবিবার গভীররাতে পুলিশ সেজে তার দলবল নিয়ে তাদের বাড়িতে গিয়ে আসামী ধরার চেষ্টা এবং লুটপাট চালায়। এনিয়ে গ্রামবাসী জড়ো হয়ে ওই সময় সংঘর্ষের প্রস্তুতি নেয়। কিন্তু পুলিশ আমাদেরকে ধরে নিয়ে এসেছে। তবে মাসুদ কোরেশী এ বিষয়টি অস্বীকার করেছেন। এ ব্যাপারে বানিয়াচং থানার ওসি অমুল্য কুমার চৌধুরী জানান, পুলিশের উপর হামলার ঘটনায় তাদের আটক করা হয়েছে।


     এই বিভাগের আরো খবর