,

নবীগঞ্জ নহরপুর শাহ্জালাল দাখিল মাদ্রাসায় শিক্ষক কর্তৃক ৪র্থ শ্রেণির ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ নহরপুর শাহ্জালাল দাখিল মাদ্রাসায় শিক্ষক কর্তৃক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে। এ ঘটনায় ফুঁসে উঠেছে ওই মাদ্রাসার ছাত্রছাত্রীরা। জানা যায়, গত ২৮ আগস্ট রবিবার দুপুর অনুমান ২টায় টিফিনের সময় মাদ্রাসার জুনিয়র শিক্ষক ইফতেদায়ী মাওলানা ইব্রাহীম মিয়া ৪র্থ শ্রেণির জনৈক এক ছাত্রীকে যৌন হয়রানি করে। মুহুর্তেই এ ঘটনা চাউর হলে মাদ্রাসার সকল ছাত্রছাত্রীরা গত সোমবার সকাল অনুমান সাড়ে ১০টায় ক্লাস বর্জন করে অভিযুক্ত মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে আন্দোলন কর্মসূচী ঘোষণা করে। এ সময় মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপারসহ অন্যান্য শিক্ষকরা ছাত্রছাত্রীদেরকে দুই দিনের মধ্যে অভিযুক্ত ওই শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের আশ্বাস দিলে ছাত্রছাত্রীরা তাদের আন্দোলন কর্মসূচী প্রত্যাহার করে নেয়। খবর পেয়ে মাদ্রাসা ম্যানিজিং কমিটির সদস্য মোঃ আজমল মিয়া, তাজুল ইসলাম সমছু মাদ্রাসায় উপস্থিত হয়ে ঘটনা সম্পর্কে অবগত হয়ে হতভম্ব হয়ে পড়েন এবং দোষী শিক্ষকের শাস্তি দাবী করেন। এব্যাপারে মাদ্রাসা ভারপ্রাপ্ত সুপার মাওঃ নুরুল ইসলামের সাথে মোবাইল ফোন ০১৭৩৭৭৮৯৭৪৯ নাম্বারে যোগাযোগ করা হলে তিনি যৌন হয়রানির কথা পাশ কাটিয়ে মারপিটের ঘটনার কথা স্বীকার করেন। এব্যাপারে মাদ্রাসার ১০ম শ্রেনীর ছাত্র ও ক্যাপ্টেন আহমদ আলী, ১০ম শ্রেনীর ছাত্র মাহিদ চৌঃ, ৯ম শ্রেনীর ছাত্র ও ক্যাপ্টেন সুহেল, ৮ম শ্রেনীর ছাত্র ও ক্যাপ্টেন মান্না জানান, ৪র্থ শ্রেণির ছাত্রীকে যৌন হয়রানীকারীর অভিযোগে অভিযুক্ত শিক্ষক ইব্রাহীম এর বিরুদ্ধে দুই দিনের মধ্যে ব্যবস্থা নিবেন বলে আশ্বস্ত করেছেন মাদ্রাসা কর্তৃপক্ষ। দুই দিনের মধ্যে বিষয়টির কোন সুরাহা না হলে আমরা পুনঃরায় আন্দোলন কর্মসূচী ঘোষণা করব। মাদ্রাসা শিক্ষকের এহেন অপকর্মে এলাকার সচেতন মহল, ছাত্রছাত্রী ও অভিভাবকরা স্বোচ্চার হয়ে উঠেছেন। অভিভাবকরা তাদের সন্তানদের লেখাপড়া ও ভবিষ্যৎ নিয়ে চিন্তিত। এ ব্যপারে তারা প্রশাসন সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেন।


     এই বিভাগের আরো খবর