,

নবীগঞ্জ নহরপুর শাহজালাল (রহঃ) দাখিল মাদ্রাসায় ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে অভিযুক্ত শিক্ষক মাওঃ ইব্রাহিমের পদত্যাগ

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ নহরপুর শাহ্জালাল (রহঃ) দাখিল মাদ্রাসায় ৪র্থ শ্রেণির ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে অভিযুক্ত শিক্ষক মাওঃ ইব্রাহিম পদত্যাগ করেছেন। গতকাল উক্ত মাদ্রাসা ম্যানেজিং কমিটির সভায় সর্বসম্মতিক্রমে তার এ পদত্যাগ পত্র গৃহিত হয়। তবে তার এ স্বেচ্ছায় পদত্যাগে খুশি নয় আন্দোলনরত ছাত্র-ছাত্রী ও অভিভাবকরা। তার ওই শিক্ষকের বহিষ্কার ও দৃষ্ঠান্তমূলক শাস্তির দাবী করছেন। অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন না করা হলে তারা আন্দোলনে নামবেন বলে হুশিয়ারি উচ্চারণ করেন। এব্যাপারে মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার মাওঃ নুরুল ইসলাম জানান, মাওঃ ইব্রাহিম মিয়া পারিবারিক কাজে ব্যস্ত থাকার কারন দেখিয়ে স্বেচ্ছায় পদত্যাগ করেছেন। অপরদিকে পদত্যাগের ব্যপারে অভিযুক্ত শিক্ষক মাওঃ ইব্রাহিম এর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, আমি উক্ত ঘটনার সাথে জড়িত নই। আমি স্থানীয় কুচক্রি মহলের ষড়যন্ত্রের শিকার। ঘটনার দিন আমি প্রাতিষ্ঠানিক কাজে হবিগঞ্জ ডিসি অফিসের শিক্ষা কল্যাণ শাখায় ছিলাম। পারিবারিক চাপে আমি পদত্যাগ করেছি। উল্লেখ্য, গত ২৮ আগস্ট রবিবার দুপুর অনুমান ২টায় টিফিনের সময় মাদ্রাসার জুনিয়র শিক্ষক ইফতেদায়ী মাওলানা ইব্রাহীম মিয়া ৪র্থ শ্রেণির জনৈক এক ছাত্রীকে যৌন হয়রানি করে। মুহুর্তের মধ্যেই এ ঘটনা মাদ্রাসাসহ এলাকায় চাউর হয়ে যায়। এর প্রতিবাদে মাদ্রাসার সকল ছাত্রছাত্রীরা পরদিন সকাল অনুমান সাড়ে ১০টায় ক্লাস বর্জন করে অভিযুক্ত মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে আন্দোলন কর্মসূচী ঘোষণা করে। পরিস্থিতি নিয়ন্ত্রনে মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপারসহ অন্যান্য শিক্ষকরা ছাত্রছাত্রীদেরকে দুই দিনের মধ্যে অভিযুক্ত ওই শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের আশ্বাস দিলে ছাত্রছাত্রীরা তাদের আন্দোলন কর্মসূচী প্রত্যাহার করে নেয়। পরে মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপারের টালবাহানা দেখে ছাত্র-ছাত্রী, অভিভাবকবৃন্দ ও ম্যানেজিং কমিটির সদস্য ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে আবেদন জানান। অবশেষে পরিস্থিতি বেগতিক দেখে অভিযুক্ত শিক্ষক মাওঃ ইব্রাহিম পারিবারিক কারণ দেখিয়ে স্বেচ্ছায় পদত্যাগ করতে বাধ্য হন।


     এই বিভাগের আরো খবর