,

বাহুবলে দুই দলের সংঘর্ষে নিহত ১ ॥ আহত ২০

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবল উপজেলার শ্যামপুরে জমি ও রাস্তা নিয়ে বিরোধের জের ধরে দুই দল লোকের সংঘর্ষে একজন নিহত ও কমপক্ষে ২০ জন আহত হয়েছে। গুরুতর আহত অবস্থায় ১০ জনকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল শনিবার সকাল ৮ টা থেকে ১০টার দিকে এ সংঘর্ষ হয়। পুলিশ সুত্রে জানা যায়, উপজেলার শ্যামপুর গ্রামের মৃত রতি সুত্রধরের পুত্র পরিতোষ সুত্রধরের সাথে জমি নিয়ে বিরোধ চলে আসছিল একই গ্রামের সুধীর সূত্রধরের পুত্র ডাঃ দিপংকর সুত্রধরের। সকালে জমি ও রাস্তা নিয়ে তাদের মাঝে বাকবিতন্ডার এক পর্যায়ে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষ চলাকালে জয়তন সূত্রধরের ফিকলের আঘাতে তার চাচাতো ভাই অম্ভু সুত্রধর (১৩) সহ অন্তত ২০ জন আহত হয়। এর মাঝে স্বদেশ সুত্রধর (৪০), সুবল সুত্রধর (২৫), শম্ভু সুত্রধর (৩৫), সুশীল সুত্রধর (২৫) ও হিরা সুত্রধর (৪৫), সুবেধা (৪০), সুধীর (৩৫) আহত হয়। গুরুতর আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। এর মাঝে অম্ভু সুত্রধরকে কর্তব্যরত চিকিৎসক ডাক্তার বজলুর রহমান মৃত ঘোষণা করেন। সে ওই গ্রামের মৃত কৃষ্ণ সুত্রধরের পুত্র। এছাড়াও সুবল সুত্রধরকে টেটাবিদ্ধ অবস্থায় সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। ঘটনার পর থেকে ওই গ্রামে উত্তেজনা বিরাজ করছে। ফের সংঘর্ষ এড়াতে এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। একটি সুত্র জানায় অম্ভু সুত্রধরের মৃত্যুর খবর শুনে প্রতিপক্ষের লোকজন আত্মগোপন করেছে। এদিকে হবিগঞ্জ সদর থানার এসআই সানা উল্লাহর নেতৃত্বে একদল পুলিশ হাসপাতালে পৌছে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। গতকালই ময়নাতদন্ত শেষে পরিবারের জিম্মায় লাশ হস্তান্তর করা হয়। এব্যাপারে বাহুবল থানার ওসি মোল্লা মনির হোসেন জানান, অভিযোগ পাইনি। তবে হত্যাকারীদের ধরতে অভিযান অব্যাহত আছে।


     এই বিভাগের আরো খবর