,

হবিগঞ্জের আলমপুর বাজার থেকে ১৫ জুয়াড়ি আটক

হবিগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জ শহরতলীর আলম বাজারের একটি দোকান ঘর থেকে ডাকাতি ও মাদক মামলার পলাতক আসামীসহ ১৫ জুয়াড়িকে আটক করেছে সদর থানা পুলিশ। গতকাল রবিবার রাত ১১টায় তাদেরকে আটক করা হয়। পুলিশ সূত্র জানায়, গতকাল রবিবার রাত ১১টায় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ইয়াছিনুল হক-এর নেতৃত্বে এস আই মিজানুর রহমান, এস আই সানা উল্লাহ, এস আই লুৎফুর রহমান, এস আই পার্থ রঞ্জন চক্রবর্তী, এস আই রাকিবুল হাসান ও এস আই সুমন চন্দ্র হাজড়ারসহ একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে আলম বাজারে অভিযান চালায়। এ সময় পুলিশ জুয়া খেলার সরঞ্জামসহ ১৫ জুয়াড়িকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে পুলিশ ১০টি মোবাইল ফোন, নগদ ৪ হাজার ৬শত টাকা উদ্ধার করে। আটককৃতরা হল বানিয়াচং উপজেলার পুরান পাথারিয়া গ্রামের মৃত হরমুজ আলীর পুত্র সমুজ আলী (৩০), মৃত তোতা মিয়ার পুত্র শামসু মিয়া (৩০), মৃত জলফু মিয়ার পুত্র সাদ্দাম (৩৫) ও মৃত আব্দুর রশিদের পুত্র রেনু মিয়া (৪০), শহরতলীর নয়া পাথারিয়া গ্রামের ধানিছ মিয়ার পুত্র ধন মিয়া (৩৫), আব্দুর রশিদের পুত্র ওয়াহিদ (২৫), মৃত ইউসূফ আলীর পুত্র মোঃ আরজু মিয়া (৫৫), মৃত শিফাই মিয়ার পুত্র নুর ইসলাম (৪০), ফকির চান মিয়ার পুত্র দরছ মিয়া (৩০), আনোয়ার পুর গ্রামের মৃত আঞ্জব আলীর পুত্র এস এম ইউসুফ (৪০), শহরতলীর কুশিয়ার তলা গ্রামের ফিরোজ আলীর পুত্র মোঃ আবুল মিয়া (২৫), নয়া পাথারিয়া গ্রামের মৃত আহাদ মিয়ার পুত্র আবুল খায়ের (৩৪), কুর্শি খাগাউড়া গ্রামের মতলিব খানের পুত্র জিয়াউল খান (৩৫), নয়া পাথারিয়া গ্রামের আরাফাত আলীর পুত্র মোঃ শামীম মিয়া (২৫) ও আব্দুর রহমানের পুত্র ধলাই মিয়া (৩৫)। এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ইয়াছিনুল হক জানান, আটককৃত জুয়াড়িদের মধ্যে অনেকের বিরুদ্ধে ডাকাতি ও মাদক মামলা রয়েছে। এর মধ্যে কয়েকজন পলাতক ছিলেন। শহরকে জুয়া খেলা মুক্ত করতে পুলিশের এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।


     এই বিভাগের আরো খবর