,

নবীগঞ্জের প্রায় দুই লক্ষ মানুষের জীবনের ঝুঁকি নিয়ে পাহাড়ের পাদদেশে বসবাস

এম এ আহমদ আজাদ ॥ নবীগঞ্জ উপজেলার প্রায় দুই লক্ষ মানুষ জীবনের ঝুঁকি নিয়ে পাহাড়ের পাদদেশে বসবাস করছে। গত দুদিনের বৃষ্টিতে কয়েকটি পাহাড় ধসের ঘটনা ঘটলেও কোন প্রানহানি হয়নি। গত ৫বছরে শ্রীমঙ্গল ও নবীগঞ্জের পাহাড়ি এলাকায় মাটি চাপা পড়ে দুটি পরিবারের ১২জন সহ অন্তত ৫০ জনের মৃত্যু হয়েছে। লাগাতার মুষলধারে বৃষ্টি হলেই পাহাড় ধসের ঘটনা শুরু হয়। সিলেটের এ দুটি উপজেলায় পাহাড় ধ্বসে মৃত্যুর ঝুঁকি বেশী। নবীগঞ্জের দিনারপুর এলাকার পানিউমদাতে একই পরিবারের ৬ জন ও শ্রীমঙ্গলের পাহাড়ে একই পরিবারের ৬ জনের মৃত্যু এখনো এলাকার মানুষের কাছে আতংকিত ঘটনা। এছাড়া বিছিন্ন ভাবে পাহাড় ধসে প্রায় ৫০ জনের মৃত্যু হয়েছে। তবুও ছিন্নমুল মানুষরা জীবনের ঝুঁকি নিয়েই বসবাস করছেন। এদের পূর্ণবাসনে সরকারী উদ্দ্যেগ গ্রহন অতীব জরুরী বলে মনে করেন অভিজ্ঞ মহল ।


     এই বিভাগের আরো খবর