,

জেলা আইন শৃংখলা কমিটির সভায় সিদ্ধান্ত গ্রহণ : মহাসড়কের পাশে পশুর হাট ও ঈদের দিন রাস্তায় ডিজে বাজানো নিষিদ্ধ

হবিগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জ জেলা আইন শৃংখলা কমিটির সভা গতকাল সকালে জেলা প্রশাসক সাবিনা আলম এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। এতে বক্তব্য রাখেন এডঃ মোঃ আবু জাহির এমপি, পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোঃ এমরান হোসেন, র‌্যাব শ্রীমঙ্গলের টুআইসি মঈন উদ্দিন চৌধুরী, ৫৫ বিজিবির এডি মোশাররফ হোসেন, বৃন্দাবন সরকারী কলেজের অধ্যক্ষ মোঃ বদরুজ্জামান চৌধুরী, পিডিবির নির্বাহী প্রকৌশলী রুস্তম আলী হাওলাদার, পিপি এডঃ সিরাজুল হক চৌধুরী, জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডার এডঃ মোহাম্মদ আলী পাঠান, সদর উপজেলা চেয়ারম্যান সৈয়দ আহমদুল হক, নবীগঞ্জ উপজেলা চেয়ারম্যান আলমগীর চৌধুরী, বাহুবল উপজেলা চেয়ারম্যান আব্দুল হাই, বানিয়াচং উপজেলা চেয়ারম্যান শেখ বশির আহমেদ, আজমিরীগঞ্জ উপজেলা চেয়ারম্যান মোঃ আতর আলী, হবিগঞ্জ পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র দীলিপ দাস, শায়েস্তাগঞ্জ পৌর মেয়র ছালেক মিয়া, আজমিরীগঞ্জ পৌর প্রশাসক গোলাম ফারুক, হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি মোঃ ফজলুর রহমান প্রমুখ। সভায় পবিত্র ঈদুল আযহা সহ সার্বক্ষণিক হবিগঞ্জ শহরে নিরবঞ্চিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার জন্য বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীকে বলা হয়। এছাড়া জঙ্গি ও সন্ত্রাস প্রতিরোধে ওয়ার্ড পর্যায়ে সভা আহ্বান, গরুর বাজার গুলোতে জাল নোট চিহ্নিত করণ মেশিন, ঈদুল আযহার কোরবানীর পশুর বর্জ দ্রুততম সময়ের মধ্যে অপসারনের ব্যবস্থা এবং মহাসড়কের পাশে কোরবানীর পশুর হাটের অনুমতি না দেয়ার জন্য সভায় সিদ্ধান্ত দেয়া হয়। সভায় এডঃ মোঃ আবু জাহির এমপি বলেন, শুধু আইন শৃংখলা বাহিনী দিয়ে জেলা আইন শৃংখলা স্বাভাবিক রাখা সম্ভব নয়। এ জন্য সকলকে স্ব-স্ব অবস্থান থেকে দায়িত্ব পালন করতে হবে। তিনি বলেন, মাদকসহ চোরাচালান বন্ধে সীমান্ত এলাকার আরো তৎপর হবার আহ্বান জানান। তিনি ঈদের দিন রাস্তার পাশে ডিজে বাজানোর বন্ধ রাখার জন্য আইন শৃংখলা বাহিনীর সদস্যদের প্রতি আহ্বান জানান।


     এই বিভাগের আরো খবর