,

সুন্দ্রাটিকির ৪ শিশু হত্যা মামলার অভিযোগ গঠন

স্টাফ রিপোর্টার ॥ বাহুবলের সুন্দ্রাটিকি চাঞ্চল্যকর গ্রামের আলোচিত ৪ শিশু হত্যা মামলার আসামীদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। গতকাল বুধবার দুপুর ১টায় হবিগঞ্জের জেলা ও দায়রা জজ মোঃ আতাব উল্লাহর আদালতে অভিযোগ গঠন করা হয়। মামলার অন্যতম আসামী বাচ্ছু বন্দুক যুদ্ধে নিহত হওয়ায় এবং তিন আসামী উস্তার মিয়া, বেলাল মিয়া ও বাবুল মিয়া পলাতক থাকায় তাদের অনুপস্থিতিতেই এ চার্জ গঠন হয়। তবে চার্জ গঠনকালে মামলার প্রধান আসামী আব্দুল আলী বাগাল, তার পুত্র রুবেল মিয়া ও জুয়েল মিয়া ও ভাতিজা আরজু মিয়া এবং সাহেদ আলী ওরফে সায়েদ আলীকে আদালতে কড়া নিরাপত্তার মাধ্যমে উপস্থিত করা হয়। আসামীপক্ষের আইনজীবি এডভোকেট চৌধুরী আশরাফুল বারী নোমান ও গিয়াস উদ্দিন চৌধুরী বকুল এ মামলার আসামী আরজু মিয়ার জামিন আবেদন করলে আদালত তা না মঞ্জুর করে এ চার্জ গঠন করেন এবং স্বাক্ষী গ্রহণের জন্য আগামী ২৬ সেপ্টেম্বর পরবর্তী তারিখ নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া মামলার বিচার কার্যক্রম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালেই চলবে বলে নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের পিপি আবুল হাশেম মোল্লা মাছুম। উল্লেখ্য গত ১২ ফেব্র“য়ারি বাহুবল উপজেলার সুন্দ্রাটিকি গ্রামের ৪ শিশু মাঠে খেলা দেখতে গিয়ে নিখোঁজ হয়। ১৭ ফেব্র“য়ারি বাড়ির অদূরে ইছার বিল থেকে মাটিচাপা দেয়া অবস্থায় তাদের মরদেহ উদ্ধার করে আইন-শৃংখলা বাহিনী। এ ঘটনায় দায়েরকৃত মামলায় তদন্ত শেষে ৮ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন তদন্তকারী কর্মকর্তা।


     এই বিভাগের আরো খবর