,

নবীগঞ্জে দেওয়ান ফরিদ গাজী একাডেমিক ভবনের শুভ উদ্বোধন করলেন এমপি মুনিম চৌধুরী বাবু

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ-বাহুবল আসনের সংসদ সদস্য এম.এ মুনিম চৌধুরী বাবু বলেছেন, জাতীয় নেতা দেওয়ান ফরিদ গাজী বাংলাদশের জাতীয় রাজনীতির অন্যতম এক পথিকৃত। আজকের বাংলাদেশে দেওয়ান ফরিদ গাজীর মতো সৎ, নির্লোভ, প্রগতিশীল চিন্তার ধারক ও প্রখর মেধা সম্পন্ন, রাজনীতিবিদের প্রয়োজন ছিল। তিনি বলেন, শুধু জনপ্রতিনিধি হিসেবেই নয়, রাষ্ট্রভাষা আন্দোলন সেই ‘৫২ থেকে শুরু করে এদেশের স্বাধীকার- আমাদের স্বাধীনতা সংগ্রাম সুমহান মুক্তিযুদ্ধ, বাঙালী জাতির প্রতিটি অধিকার প্রতিষ্ঠার আন্দোলন সংগ্রামে অগ্রভাগে থেকে জাতিকে নেতৃত্ব দিয়ে সফলতার পথ দেখানোর জন্যে দেওয়ান ফরিদ গাজী বাঙালি জাতির গৌরবের অনবদ্য ইতিহাসের একটি উল্লেখযোগ্য অংশে স্থান করে নিয়েছেন। এমপি মুনিম চৌধুরী বাবু আরো বলেন, এদেশের বাংলা ভাষা ও মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের জন্য জাতীয় নেতা দেওয়ান ফরিদ গাজীর অবিস্মরণীয় অবদান বাঙ্গালী জাতি চিরকাল শ্রদ্বাভরে স্মরণ করবে। তিনি আরো বলেন, আজ নবীগঞ্জের তাহিরপুর এন,ই, আলীম মাদ্রাসায় কেবলমাত্র তাঁর নামে একটি ভবনের নামকরণের মধ্য দিয়েই যেন এ গুণী জাতীয় ব্যক্তিত্বের প্রতি আমাদের দায়বদ্ধতা শেষ হয়ে না যায়, আমি সরকারের প্রতি আহবান জানাব বৃহত্তর সিলেটের সকল জেলাসদর সহ জাতীয় পর্যায়ে দেশ ও জাতির কল্যাণে দেওয়ান ফরিদ গাজীর রেখে যাওয়া মহান কর্মের স্বীকৃতি স্বরুপ কিছু করার জন্য। গতকাল ৭ সেপ্টেম্বর বুধবার দুপুরে নবীগঞ্জ উপজেলার তাহিরপুর এন,ই,আলীম মাদ্রাসায় বাংলাদেশ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের তত্ত্বাবধানে, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর কর্তৃক ৪ (চার) তলা ফাউন্ডেশনে নব নির্মিত ১ (এক) তলা বিশিষ্ট “বীর মুক্তিযোদ্ধা সাবেক মন্ত্রী আলহাজ্ব দেওয়ান ফরিদ গাজী একাডেমিক ভবনের ” আনুষ্ঠানিক শুভ উদ্বোধনোত্তর মাদ্রাসা অডিটরিয়ামে অনুষ্ঠিত এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। মাদ্রাসা অধ্যক্ষ মাওলানা আফজল হোসেন তালুকদারের সভাপতিত্বে এবং প্রভাষক আলী আকবর ও মাওঃ হোসাইন আহমদ মৌজুদীর সঞ্জালনায় অনুষ্ঠিত এ সুধী সমাবেশে বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে, যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি লিডার ও মাদ্রাসার আজীবন দাতা সদস্য আলহাজ্ব কারী আব্দুস সালাম, মোঃ মোস্তফা কামাল, মোঃ হারুনুর রশীদ তালুকদার ও নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক ও অত্র মাদ্রাসা গভর্নিং বডির সাবেক সভাপতি কাজী ওবায়দুল কাদের হেলাল, সমাজ সেবক আব্দুল বাছিত চৌধুরী। বক্তব্য রাখেন, মাদ্রাসা গভর্নিং বডির সদস্য ও নবীগঞ্জ পৌর আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব মোজাহিদ আহমদ, গভর্নিং সদ্স্য দিলাওর হোসেন চৌধুরী, সহঃ অধ্যাপক মাওলানা আলতাফ উদ্দীন, মাওলানা আনছারুল ইসলাম, মাস্টার আঃ কাদির, নব নির্মিত ভবন ঠিকাদার কবির হোসেন, মাদ্রাসা ছাত্র মামুনুর রশীদ, মোঃ কফিল উদ্দীন, হাফিজ মোঃ আল আমিন, ছাত্রী তাহমিনা আক্তার ও সায়মা আক্তার প্রমূখ। উপস্থিত ছিলেন, মাদ্রাসা গভর্নিং বডির সদস্য আলহাজ কারী ময়না মিয়া, মোঃ আব্দুল আজাদ ও মোঃ জাকির হোসেন সহ মাদ্রাসার সকল শিক্ষক ও ছাত্রছাত্রীবৃন্দ। সমাবেশে এম.এ মুনিম চৌধুরী এম,পি বলেন, বর্তমাান সরকারের আমলে দেশ আজ উন্নয়নের রোল মডেলে পরিনত হয়েছে। তিনি সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে সকল শ্রেণি পেশার নাগরিককে ঐক্যবদ্বভাবে সরকারকে সহযোগিতার পাশাপাশি সাাম্প্রদায়িক শক্তির মূল উৎপাটনে এগিয়ে আসার ও আহবান জানান। এমপি মুনিম চৌধুরী বাবু তাহিরপুর মাদ্রাসার সার্বিক উন্নয়নে তাঁর প্রচেষ্টা সর্বদা অব্যাহত থাকবে বলে পূনঃপ্রিিতশ্র“তি ব্যক্ত করেন।


     এই বিভাগের আরো খবর