,

মরিপুরে রাতরে আধারে ভূমি দখল

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবল উপজেলার মিরপুরে গভীর রাতে এক নিরীহ ব্যক্তির অর্ধ কোটি মূল্যের ভূমি দখল করে নিয়েছে প্রভাবশালীরা। এনিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। জানা গেছে, বাহুবল উপজেলার রুপশংকর মৌজার এসএ ১২৩ দাগের ২৩ শতক ভুমি ১৯৬৬ সালে চকপাজিল গ্রামের হরধন সরকার ওরফে হরধন নমসুদ্র সরকারের নিকট থেকে ক্রয় করেন রুপশংকর গ্রামের সুন্দর আলী গং। এরপর থেকে তারা (২য় পৃষ্ঠায় দেখুন) ওই ভূমি ভোগ দখল করতে থাকেন। এদিকে হরধন নমসূদ্রের পুত্র রামধন ও কামধন তাদের পিতা বিক্রি করে গেলেও ২০০৪ সালে এসএ রেকডের্র বলে তারা বিক্রিত ভূমির প্রতি মালিকানা দাবি করলে বিরোধ সৃষ্ঠি হয়। এপ্রেক্ষিতে সুন্দর আলীর বংশধর হিসিবে আব্দুর রহমান আদালতে স্বত্ব মামলা দায়ের করেন। আদালত ২০১১ সালে বাদির পক্ষে রায় দেন। বাদি পক্ষ এতে নারাজি দিলেও আদালত গত ১ ডিসেম্বর স্থগিতাদেশ জারি করেন। এতে প্রতিপক্ষের লোকজন ভূমি নিজেদের দখলে নিতে বৃহস্পতিবার দিনগত রাত ৩টার দিকে ১৫/২০ জনের একদল দুর্বৃত্ত টিনের চাপটা ঘর তুলে দখলের চেষ্টা করে। এ সময় খবর পেয়ে বাহুবল মডেল থানার এসআই খায়রুজ্জামানের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে আসার আগেই দুর্বৃত্তরা পালিয়ে যায়। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।


     এই বিভাগের আরো খবর