,

নবীগঞ্জের দেবপাড়ায় ভূয়া পুলিশ আটক

ছনি চৌধুরী ॥ নবীগঞ্জ উপজেলার ১০নং দেবপাড়া ইউনিয়নে পুলিশ পরিচয় দিয়ে প্রতারণা করার সময় এক ভূয়া পুলিশ-কে আটক করেছে স্থানীয় লোকজন। জানা যায়, গতকাল শনিবার বিকাল সাড়ে ৫টার দিকে ইউনিয়নের দেবপাড়া বাজারের মুদি দোকানদার দুলু মিয়ার কাছ থেকে ১০ টাকার নিষিদ্ধকৃত নাসির বিড়ি দিতে বলে আল-আমীন মিয়া। এসময় দোকানদার দুলু মিয়া তাকে ১০টাকার নাসির বিড়ি দেন। এরপর আলামিন মিয়া নিজেকে পুলিশের লোক বলে দাবী করে নিষিদ্ধ বিড়ি বিক্রি করার অপরাধে দুলু মিয়াকে গ্রেফতার করে থানায় নিয়ে যাওয়ার হুমকি দেয়। সে বলে আমাকে ২ হাজার টাকা দিলে তকে থানায় নিয়ে যাবো না। নইলে থানায় নিয়ে গেলে ৫০ হাজার টাকা দিয়েও আসতে পারবে না। তখন ভূয়া পুলিশ আলামিন ওই ব্যবসায়ীর সাথে নানা ধরণের অশোভন আচরণ করতে থাকে। তখন বাজারের লোকজন ভূয়া পুলিশ আল-আমিনের পরিচয়পত্র দেখাতে চাইলে সে পরিচয়পত্র দেখাতে ব্যর্থ হয়। এসময় জনতা উত্তেজিত হয়ে ওই ভূয়া পুলিশকে আটক করে বাজার ব্যবসায়ী সমিতির সেক্রেটারী ইকবাল মিয়ার কাছে নিয়ে যায়। পরে ওই ভূয়া পুলিশকে স্থানীয় ইউপি চেয়ারম্যান ও স্থানীয় ওয়ার্ড মেম্বারের জিম্মায় দেয়া হয়। আটককৃত আলামিন মিয়া গজনাইপুর ইউনিয়নের সাতাইহাল গ্রামের চাও মিয়ার পুত্র।


     এই বিভাগের আরো খবর