,

নবীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সকল সাংগঠনিক কার্যক্রম স্থগিত : পদবঞ্চিত নেতাকর্মীদের মধ্যে উল্লাস-হতাশায় নিমজ্জিত নব-গঠিত কমিটি

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা ছাত্রলীগ কর্তৃক নবীগঞ্জ উপজেলা ছাত্রলীগের ৯১ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি অনুমোদনের কয়েক ঘন্টার মধ্যেই ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদ থেকে উক্ত কমিটির সকল সাংগঠনিক কার্যক্রম স্তগিত করা হয়েছে। গতকাল শনিবার দুপুরে হবিগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি ইশতিয়াক রাজ চৌধুরী ও সাধারণ সম্পাদক মুকিদুল ইসলাম মুকিত নবীগঞ্জ উপজেলা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটিতে স্বাক্ষর করেন। এর কয়েক ঘন্টা পরই উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক কার্যক্রম স্থগিত করেন কেন্দ্রীয় সংসদ। সংশ্লিষ্ট সুত্রে জানা যায়, নবীগঞ্জ উপজেলা ছাত্রলীগের নবগঠিত কমিটিকে কেন্দ্র করে ছাত্রলীগের দু’গ্র“পের মধ্যে অভ্যন্তরীন কোন্দল, গ্র“পিং, লবিং ও একাধিকবার দাঙ্গা-হাঙ্গামার ঘটনা ঘটে। এ অবস্থায় ৬ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণার ৪ মাসের মাথায় উপজেলা ছাত্রলীগের সভাপতি আবু ছালেহ জীবন ও সাধারণ সম্পাদক সাইদুর রহমান ৯১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করে জেলা কমিটির বরাবরে উপস্থাপন করলে গতকাল শনিবার দুপুরে উক্ত পুর্ণাঙ্গ কমিটি অনুমোদিত হয়। এখবরে নবীগঞ্জ উপজেলা ছাত্রলীগের পদবঞ্চিত ত্যাগী নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এর কিছু সময়ের মধ্যেই খবর আসে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদের সভাপতি মোঃ সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নবীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সকল সাংগঠনিক কার্যক্রম স্থগিত করেছেন। যা ফেইসবুক সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়। কমিটি স্থগিতাদেশের ঘোষণায় পদবঞ্চিত ত্যাগী নেতাকর্মীরা উল্লসিত হয়ে উঠেন। আর হতাশায় নিমজ্জিত হন সদ্য অনুমোদন প্রাপ্ত কমিটির নেতাকর্মীরা। এ ব্যাপারে জেলা ছাত্রলীগের নেতৃবৃন্দের সাথে যোগাযোগ করলে তারা জানান, নবীগঞ্জ উপজেলা ছাত্রলীগের কমিটি অনুমোদন দেয়া হয়েছে। শুনেছি কেন্দ্রীয় সংসদ কমিটির সকল সাংগঠনিক কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করেছেন।


     এই বিভাগের আরো খবর