,

ফের উত্তপ্ত বানিয়াচঙ্গের পৈলারকান্দি

বানিয়াচং প্রতিনিধি ॥ পূর্ব বিরোধের জের ধরে ফের উত্তপ্ত হয়ে উঠেছে পৈলারকান্দি গ্রাম। যে কোন সময় রক্তক্ষয়ী সংঘর্ষের আশংকা করছে স্থানীয় এলাকাবাসি। স্থানীয় সূত্রে জানা যায়, বানিয়াচং উপজেলার ১৫ নং পৈলারকান্দি গ্রামে পূর্ব বিরোধের জের ধরে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে। পৈলারকান্দি গ্রামের পূর্ব হাটির মোঃ মকছুদ মিয়ার সাথে দীর্ঘদিন যাবত বিরোধ চলে আসছে পার্শ্ববর্তী মুর্জাহাটির মোজাম্মিল মিয়া, তজম্মুল মিয়া, আবু মিয়া গংদের সাথে। সম্প্রতি তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে মোজাম্মিল মিয়া গংরা বেপরোয়া হয়ে উঠে। কয়েক দফায় তারা মকছুদ আলী ও তার লোকজনের বাড়ি ঘরে হামলা ও ভাংচুর চলায়। এনিয়ে আবারও উভয় পক্ষের মধ্যে বিরোধ চরম আকার ধারণ করেছে। যে কোন সময় আবারও রক্তক্ষয়ী সংঘর্ষের আশংকা করছে স্থানীয় এলাকাবাসি। তাই এ সংঘর্ষের হাত থেকে ওই এলাকাকে রক্ষা করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা। উল্লেখ্য, ইতিপূর্বেও মোজাম্মিল মিয়া গংরা ওই গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে বেশ কয়েকটি সংঘর্ষের ঘটনা ঘটায়। যাতে প্রায় শতাধিক লোকজন আহত হয়।


     এই বিভাগের আরো খবর