,

বানিয়াচঙ্গে বাল্য বিয়ে থেকে রক্ষা পেল দুই কিশোরী

বানিয়াচং প্রতিনিধি ॥ বানিয়াচং উপজেলা সদরে উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে একই দিনে দুইটি বাল্যবিবাহ পন্ড করা হয়েছে। গতকাল রবিবার কনের বাড়িতে উপস্থিত হয়ে এই বাল্যবিবাহ বন্ধের নির্দেশ প্রদান করেন বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসার সদ্বীপ কুমার সিংহ। জানা যায়, উপজেলা সদরের ৪নং দক্ষিণ-পশ্চিম ইউনিয়নের দক্ষিণ যাত্রাপাশার মালের হাটির উত্তরের (শিয়াল হাটির) মো.শফিক মিয়ার নাবালিকা কন্যা জেসমিন (১৪) আক্তারের সাথে পার্শ্ববর্তী আজমিরীগঞ্জ উপজেলার শিবপাশা ইউনিয়নের আব্দুল্লাহ মিয়ার পুত্র শরীফ আহমেদের সাথে গতকাল রবিবার বিবাহের দিন ধার্য্য ছিল। “বানিয়াচংয়ে ১৪ বছরের জেসমিন বিয়ের পিঁড়িতে বসছে আজ, ভূয়া জন্ম সনদ তৈরীর অভিযোগ”নামে গতকাল রবিবার জাতীয়সহ কয়েকটি স্থানীয় পত্রিকায় এই শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। সংবাদটি স্থানীয় প্রশাসনের নজরে আসলে জেলাসহ উপজেলায় তোলপাড় সৃষ্টি হয়। সকালে উপজেলা নির্বাহী অফিসার ও চেয়ারম্যানসহ স্বশরীরে কনের বাড়িতে উপস্থিত হয়ে অনেক যাচাই-বাচাই শেষে কনের জন্ম নিবন্ধনের কার্ড ভূয়া বলে প্রমান করেন। এবং তাৎক্ষনিক এই বিয়ে বন্ধ করার আদেশ প্রদান করেন। এদিকে সহকারি কমিশনার (ভূমি) নূর-ই-আলমের নেতৃত্বে স্থানীয় ইউপি অফিসে কনে জেসমিনের ভূয়া জন্ম সনদ বানিয়ে দেয়ার দায়ে অভিযুক্ত সংশ্লিষ্টদেরকে মোবাইল কোর্টের মাধ্যমে আইনের আওতায় আনার জন্য সোচ্চার ছিলেন, কিন্তু প্রথমবার এই ধরনের অপরাধ করায় তাদেরকে ক্ষমা করে দেন তিনি। পরে ভূয়া সনদ দেয়া ৪নং ইউপি অফিসের টিসিসহ অন্যান্যরা নিজের দোষ স্বীকার করে উপস্থিত সবার কাছে ভবিষ্যতে এইধরনের ভুল করবেনা মর্মে দোষ স্বীকার করেন। অন্যদিকে একই ইউনিয়নের অন্তর্গত ৫নং ওয়ার্ডের প্রথমরেখ মহল্লায় অন্য একটি বাল্যবিবাহ বন্ধ করে দেন এসিল্যান্ড নূর-ই-আলম। এই কনের জন্ম নিবন্ধন কার্ড ভূয়া ও বিয়ের বয়স না হওয়ায় স্থানীয় ইউপির সদস্য এবং এক সাংবাদিকের সাহায্যে সেটিও বন্ধ করে দেয়া হয়। এক সাথে দুইটি বাল্যবিবাহ বন্ধ করায় ইউএনও ও এসিল্যান্ডের সাহসী পদক্ষেপকে এলাকার সচেতন মহল স্বাগত জানিয়েছেন।


     এই বিভাগের আরো খবর