,

বাউসা যুব সংঘ গুনীজনদের সংবর্ধনা দিয়ে ইউনিয়নকে আলোকিত করেছে —ডাঃ মুশফিক হুসেন চৌধুরী

নবীগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক আলহাজ্ব ডাক্তার মুশফিক হুসেন চৌধুরী বলেন, বাউসা ইউনিয়নের ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন বাউসা যুব সংঘ ঈদ পুর্নমিলনী ও ইউনিয়নের গুনীজনদের সংবর্ধনা দিয়ে ইউনিয়নকে আলোকিত করেছে। এ ধরনের সামাজিক সংগঠন গ্রামে থাকলে অসামাজিক কার্যকলাপ ও যুবকদেরকে মাদকের হাত থেকে রক্ষা করবে। বাউসা যুব সংঘের বিশাল পরিসরে এ আয়োজনে সামাজিক কর্মকান্ডে আরও এগিয়ে যাবে বলে আমি আশাবাদী। আমার জন্মস্থান এই ইউনিয়নে। তাই এই ইউনিয়নের প্রতি আমার আলাদা দায়িত্ব রয়েছে। বাউসা যুব সংঘের যেকোন কার্যক্রমে আমার সহযোগিতা অব্যাহত থাকবে। আমি তাদের উত্তোর উত্তোর সফলতা কামনা করি। আমার বিশ্বাস বাউসা যুব সংঘ অন্যায়ের বিরুদ্ধে ও ন্যায়ের পথে সবসময় সক্রিয় ভূমিকা পালন করবে। তিনি গত শুক্রবার বিকেলে নবীগঞ্জ উপজেলার বাউসা ইউনিয়নের বাউসা গ্রামের প্রাথমিক বিদ্যালয় মাঠে বাউসা যুব সংঘের আয়োজনে ঈদ পুর্নমিলনী ও ইউনিয়নের গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় উপরোক্ত কথাগুলো বলেন। বাউসা যুব সংঘের সভাপতি সাংবাদিক আলী হাছান লিটনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আশরাফুল হাসান ফাহাদ এবং সাংগঠনিক সম্পাদক মোঃ লিংকন আহমদের যৌথ উপস্থাপনায় এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব সাইফুল জাহান চৌধুরী, নবীগঞ্জ মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুস সালাম, ইউকে ওয়েলস শাখার স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আলহাজ্ব জুয়েল আহমেদ, বাউসা ইউপির প্যানেল চেয়ারম্যান- ১ মোঃ লোকমান উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের সহ-দপ্তর সম্পাদক মুহিবুর রহমান চৌধুরী, ইউপি বিএনপির সভাপতি মোঃ কাউছার আহমেদ, মাষ্টার আব্দুল ওয়াদুদ, উপজেলা কৃষকলীগের সভাপতি শেখ শাহনুর আলম ছানু, সাংগঠনিক সম্পাদক জিতেন্দ্র রায় মহাদেব। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইউপি আওয়ামীলীগ নেতা মোঃ আবুল কালাম, যুব সংঘের উপদেষ্ঠা মোঃ বাছিতুর রহমান চৌধুরী, বাউসা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সহ-সভাপতি মনসুর আহমেদ চৌধুরী, নবীগঞ্জ প্রেসক্লাবের অর্থ সম্পাদক গীতিকার মুজিবুর রহমান, উপজেলা যুবলীগের অন্যতম নেতা সাইফুর রহমান সোহাগ, নবীগঞ্জ শহরের রাজা কমপ্লেক্সের বিশিষ্ঠ ব্যবসায়ী মোফাজ্জল হোসেন। এতে বক্তব্য রাখেন, যুব সংঘের উপদেষ্ঠামন্ডলী ও কার্যকরী কমিটির নেতৃবৃন্দ। এতে উপস্থিত ছিলেন বিভিন্ন রাজনৈতিক সামাজিক, সাংস্কৃতিক, সুশীল সমাজসহ বিভিন্ন শ্রেণি পেশার লোকজন। উক্ত অনুষ্ঠানে বাউসা ইউনিয়নের কৃতি সন্তান আলহাজ্ব ডাক্তার মুশফিক হোসেন চৌধুরী, প্রধাণ শিক্ষক আব্দুস সালাম, লন্ডন প্রবাসী আলহাজ্ব জুয়েল আহমেদ, মাষ্টার আব্দুল্ল ওয়াদুদ-কে যুব সংঘের পক্ষ থেকে সম্মননা ক্রেস্ট প্রদান ও বাউসা গ্রামের তরুন সমাজ সেবক দুবাই প্রবাসী শাহ মোঃ জাহেদ মিয়া এবং লন্ডন প্রবাসী শাহ মাহমুদ মিয়াকে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়েছে।


     এই বিভাগের আরো খবর