,

হবিগঞ্জ জেলা জাতীয় যুব সংহতির বর্ধিত সভা ::: জাতীয় পার্টির ভ্যানগার্ড হিসেবে যুব সংহতিকে এগিয়ে আসতে হবে-আলমগীর শিকদার লোটন * ১লা অক্টোবর সিলেটে পল্লীবন্ধু এরশাদের জনসভাকে সফল করতে হবে- এমপি মুনিম চৌধুরী বাবু * সিলেট বিভাগে জাতীয় পার্টির হারানো আসন পুনরুদ্ধারে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে- ফখরুল আহসান শাহজাদা

হবিগঞ্জ প্রতিনিধি ॥ সাবেক রাষ্ট্রপতি পল্লীবন্ধু এরশাদের নেতৃত্বে জাতীয় পার্টির ভ্যানগার্ড হিসেবে জাতীয় যুব সংহতিকে এগিয়ে আসতে হবে। যুব সংহতির সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে সাংগঠনিক কার্যক্রম শক্তিশালী করে জাতীয় পার্টির হারানো আসনকে পুনররুদ্ধার করতে হবে। গতকাল রবিবার সকাল ১১টায় হবিগঞ্জ প্রেসক্লাবে হবিগঞ্জ জেলা জাতীয় যুব সংহতির বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে জাতীয় পার্টির ভাইস প্রেসিডেন্ট ও জাতীয় যুব সংহতির কেন্দ্রীয় আহবায়ক আলমগীর শিকদার লোটন উপরোক্ত কথাগুলো বলেন। বিশেষ অতিথির বক্তব্যে জাতীয় পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও হবিগঞ্জ-১ আসনের এমপি এম এ মুনিম চৌধুরী বাবু বলেন, সকল ভেদাভেদ ভুলে গিয়ে ১লা অক্টোবর সাবেক রাষ্ট্রপতি পল্লীবন্ধু এরশাদের সিলেটের জনসভাকে সফল করতে যুব সংহতির সকল স্তরের নেতাকর্মীদের সক্রিয়ভাবে অংশগ্রহন করতে হবে। প্রধান বক্তার বক্তব্যে জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক ও যুব সংহতির কেন্দ্রীয় সদস্য সচিব ফখরুল আহসান শাহজাদা বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে সিলেট বিভাগের ১৯টি আসনের মধ্যে জাতীয় পার্টির হারানো ৮টি আসন পুনরুদ্ধার করতে জাতীয় পার্টির ভ্যানগার্ড যুব সংহতিকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি আরো বলেন, সংগঠনে ত্যাগী নেতাকর্মীদের যথাযথ মূল্যায়ন করা হবে। জেলা জাতীয় যুব সংহতির সভাপতি কাজাল আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অলিউর রহমান সোহাগের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাংগঠনিক এড. আহাদ ইউ চৌধুরী শাহীন, নির্বাহী সদস্য হেলাল উদ্দিন হেলাল ও মিয়া আলমগীর। বর্ধিত সভায় আরো বক্তব্য রাখেন, হবিগঞ্জ জেলা জাতীয় পার্টির সাবেক সাধারণ সম্পাদক জালাল উদ্দিন খান, সাবেক সহ সভাপতি তাজুল ইসলাম, সাবেক সাংগঠনিক সম্পাদক তাজ উদ্দিন আহমেদ বাবুল, আকম উস্তার তালুকদার, জেলা জাতীয় ছাত্র সমাজের সভাপতি মোস্তাফিজুর রহমান ময়না প্রমুখ। সভায় স্বাগত বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টির সাবেক সাংগঠনিক সম্পাদক ও যুব সংহতির সিনিয়র সদস্য এডভোকেট শিবলী খায়ের। সভার শুরুতে অতিথিবৃন্দকে ফুল দিয়ে বরন করে নেন জেলা জাতীয় যুব সংহতির সহ-সভাপতি মুরাদ আহমদ, মাসুক আহমেদ, সামিউন খান সানি, যুগ্ম সাধারণ সম্পাদক ফরিদ আহমদ, মিলাদ হোসেন সুমন, সাংগঠনিক সম্পাদক নুরুল আমিন পাঠান ফুল মিয়া, প্রচার সম্পাদক ওয়াহিদুর রহমান, দপ্তর সম্পাদক হোসাইন আজাদ হেলাল, হিমেল চৌধুরী, আফরোজ তালুকদার, জামাল আহমেদ, নুর মিয়া, আফরোজ মিয়া।


     এই বিভাগের আরো খবর