,

হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে বখাটেদের উৎপাত বৃদ্ধি

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে বখাটেদের উৎপাত বৃদ্ধি পেয়েছে। প্রায়ই হাসপাতালে আসা যুবতী রোগী ও তাদের স্বজনদের উত্যক্ত করছে। এ নিয়ে বাকবিতন্ডা ও সংঘর্ষের ঘটনা ঘটে। সম্প্রতি আলহাজ্ব এডভোকেট মোঃ আবু জাহির এমপি হাসপাতালের জরুরি সভায় হাসপাতালকে দালাল ও বখাটে মুক্ত হাসপাতাল ঘোষণা করেন। সভায় হাসপাতালের ভেতরে কোন প্রাইভেট এম্বুলেন্স থাকতে পারবেন না বলে ঘোষণা দেন। কিন্তু এ আদেশ উপেক্ষা করে একদল বখাটে এম্বুলেন্স চালক হাসপাতালে উৎপেতে থাকে। গত শনিবার সন্ধ্যায় অনন্তপুর এলাকার আলফু মিয়ার কন্যা হালিমা বেগম তার অসুস্থ মাকে হাসপাতালে দেখতে আসে। এ সময় এম্বুলেন্স চালক এড়ালিয়া গ্রামের মেহের আলী (২২) হালিমাকে উত্যক্ত করে। এর প্রতিবাদ করে এর ভাই আকবর আলী ও তারা মিয়া। এ নিয়ে তাদের মাঝে সংঘর্ষ হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গেলে বখাটে মের আলী পালিয়ে যায়। হালিমা জানায়, সে হাসপাতালে আসা মাত্র বখাটে মেহের আলী তাকে টানা হেচড়া করে এম্বুলেন্সে তুলার চেষ্টা করে। এ সময় হালিমা চিৎকার শুরু করলে তার ভাইসহ লোকজন এগিয়ে এলে বখাটেদের সাথে হাতাহাতির ঘটনা ঘটে।


     এই বিভাগের আরো খবর