,

নবীগঞ্জের বিজনা নদীতে মাছ ধরাকে কেন্দ্র করে কৃষক খুন ঘাতকসহ আটক ৩ ॥ খুনিদের ফাঁসির দাবীতে এলাকা উত্তাল

নুরুল আমিন পাঠান/মির্জা হামজা/মান্না ॥ নবীগঞ্জের বিজনা নদীতে মাছ ধরাকে কেন্দ্র করে গতকাল শনিবার দুপুরে প্রতিপক্ষের ফিকলের আঘাতে ৩ সন্তানের জনক ছানু মিয়া (৩৫) নামের এক কৃষক খুন হয়েছে। নিহত ছানু মিয়া উপজেলার গজনাইপুর ইউনিয়নের গজনাইপুর গ্রামের আব্দুর রহমানের পুত্র। এসময় ভাইকে বাঁচাতে গিয়ে চুনু মিয়া (৩০) গুরতর আহত হয়ে আশঙ্কাজনক অবস্থায় বর্তমানে সিলেট ওসমানী মেডিক্যাল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। হত্যাকারীসহ তার পিতা মাতাকে গ্রামবাসী আটক করে পুলিশে সোপর্দ করেছে। এদিকে নিহতের পরিবারে চলছে শোকের মাতম। সরেজমিনে ঘুরে জানা যায়, উপজেলার ঐ গ্রামের আব্দুর রহমানের পুত্র নিহত ছানু মিয়ার সাথে প্রতিবেশী আব্দুর রশিক এর পুত্র আব্দুল আহাদ (১৮) গংদের সাথে বিজনা নদীর কিনারে একটি কচুরীপানার দলে মাছ ধরাকে নিয়ে পূর্ব বিরোধ চলে আসছিলো। এরই জের ধরে গতকাল দুপুর ১টায় ঐ বিরোধপূর্ন জায়গাতে কৃষক ছানু মিয়া মাছ ধরতে গেলে প্রতিপক্ষ আব্দুল আহাদ উত্তেজিত হয়ে ফিকল দিয়ে উপর্যুপুরি আঘাত করলে ঘটনাস্থলেই মৃত্যুর কোলে ঢলে পড়ে ছানু মিয়া। ঘটনার পর পরই ঘাতক আব্দুল আহাদ ও তার লোকেরা পালিয়ে যাবার সময় আহাদ সহ তার পিতা আব্দুর রশিক (৫৫) মাতা মল্লিকচাঁন বিবি (৪০) কে জনতা আটক করে পুলিশে সংবাদ দিলে গোপলার বাজার তদন্ত কেন্দ্রের ইনচার্জ আরিফ উল্লাহর নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে আসামীদের গ্রেফতার করে এবং নিহতের লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করে। এ ঘটনায় এলাকায় শত শত শোর্কাত জনতা ঐ বাড়িতে ভীড় জমায়। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। নিহতের এক ছেলে দুই মেয়ে বড় মেয়ে মেঘনা বেগম স্থানীয় প্রাইমারী স্কুলের তৃতীয় শ্রেনীর ছাত্রী, ছেলে নয়ন প্রথম শ্রেনীর ছাত্র ও দুই বছরের শিশু আয়া বেগম ফেল ফেল দৃষ্টিতে বাবার লাশের পাশে দাড়িয়ে বিলাপ করছে। ছানু মিয়ার স্ত্রী আবিদা খাতুন ও বৃদ্ধ আব্দুর রহমান খুনিদের ফাঁসি দাবি করেন।


     এই বিভাগের আরো খবর