,

নবীগঞ্জে দূর্গা পূজা মন্ডপে সন্ত্রাসী হামলা ॥ মুর্তি ভাংচুর-২ যুবক আটক

রিপন দেব ॥ নবীগঞ্জ উপজেলার ৬নং কুর্শি ইউনিয়নের ফুটারমাটি গ্রামে ফনি ভূষন সূত্রধরের বাড়িতে অবস্থিত দূর্গা পূজা মন্ডপে হামলা ও মুর্তি ভাংচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ২ যুবককে আটক করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১১টায় ফুটারমাটি গ্রামের একটি পুজামন্ডপে এ ঘটনা ঘটে। জানা যায়, নবীগঞ্জ উপজেলার কুর্শি ইউনিয়নের ফুটারমাটি গ্রামের মৃত উকিল মিয়ার পুত্র আবু তাহের (২০), মৃত তাহির আলীর পুত্র জাবেদ মিয়া (২০) সহ কয়েকজন বখাটে গতকাল সন্ধ্যা থেকে রাত ১১টা পর্যন্ত ফুটারমাটি গ্রামের একটি পুজা মন্ডপের পাশে বসে গান বাজনা ও অশ্লীল ভাষায় কথাবার্তা বলছিলো। এসময় দূর্গা মূর্তি বানানোর কারিগর বিমল সূত্রধর বিরক্ত হয়ে তাদেরকে গান বাজনা ও অশ্লীল কথা বার্তা বলতে নিষেধ করেন। এতে ক্ষিপ্ত হয়ে তারা বিমল সূত্রধরকে হুমকি দিয়ে মোবাইল ফোনে তাদের সহপাঠিদের খবর দেয়। এর কিছুক্ষনের মধ্যেই লাটিসোটা নিয়ে কিছু বখাটে ওই পূজা মন্ডপে হামলা চালায়। এসময় পূজা মন্ডপের কয়েকটি মুর্তি ভাংচুর করা হয়। এসময় স্থানীয়রা খবর পেয়ে তাৎক্ষনিক ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি স্বাভাবিক করেন। খবর পেয়ে নবীগঞ্জ থানার এস আই মোবারক হোসেন রাত প্রায় ১২টা ৪৫ মিনিটের সময় একদল পুলিশ নিয়ে ঘটনাস্থলে পৌছে ফুটারমাটি গ্রামের মৃত উকিল মিয়ার পুত্র আবু তাহের (২০), মৃত তাহির আলীর পুত্র জাবেদ মিয়া (২০) কে আটক করে থানায় নিয়ে যায়। স্থানীয় ইউপি চেয়ারম্যান আলী আহমদ মুছা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।


     এই বিভাগের আরো খবর