,

নবীগঞ্জে প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে জঙ্গিবাদ ও বিরোধী বিশাল মানববন্ধন

মতিউর রহমান মুন্না ॥ ‘জঙ্গিবাদকে না বলুন, সন্ত্রাসকে ঘৃণা করুন’ এ শ্লোগানকে সামনে রেখে নবীগঞ্জে প্রাথমিক শিক্ষক সমিতির আয়োজনে জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ বিরোধী বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে নবীগঞ্জ শহরের ওসমানী রোডস্থ হিরা মিয়া হাই স্কুলের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে উপজেলা শিক্ষক সমিতির সভাপতি শামীম আহমেদ চৌধুরীর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক গোলাম রব্বানীর পরিচালনায় বক্তব্য রাখেন, নবীগঞ্জ পৌরসভার মেয়র আলহাজ্ব ছাবির আহমেদ চৌধুরী, অফিসার ইনচার্জ মোঃ আব্দুল বাতেন খাঁন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও প্রেসক্লাবের সভাপতি সাইফুল জাহান চৌধুরী, প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুর রাজ্জাক, পৌরসভার প্যানেল মেয়র এটিএম সালাম, সহকারী শিক্ষা অফিসার জামশেদুর রহমান, সহকারী শিক্ষা অফিসার খোরশেদ আলম, উপজেলা যুবলীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহ গুল আহমেদ কাজল, যুগ্ম আহ্বায়ক রাব্বি আহমেদ চৌধুরী মাক্কু, স্বেচ্ছাসেবকলীগের আহ্বায়ক আমিনুর রহমান চৌধুরী চৌধুরী সমুন, শিক্ষক সমিতির নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন, সহ-সভাপতি সেলিনা বেগম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ রুবেল মিয়া, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর বখত চৌধুরী, ক্রীড়া সম্পাদক পলাশ রতন দাশ, অর্থ সম্পাদক লোমেশ রঞ্জন দাশ, সহ-সাংগঠনিক সম্পাদক সমীরন কিশোর দাশ, প্রধান শিক্ষক আলী আমজদ মিলন, প্রধান শিক্ষক রাহেলা খানম, শিক্ষক সোহেল আহমেদ, মহিবুর রহমান চৌধুরী প্রমুখ। এদিকে, গত বুধবার রাতে মুক্তাহার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা সুমিত্রা রায় চৌধুরীর উপর সন্ত্রাসী হামলার ঘটনায় তীব্র নিন্দা জানানো হয়। উক্ত মানববন্ধনে শিক্ষক-শিক্ষিকা, বিভিন্ন স্কুলের শিক্ষার্থীসহ সকল শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন।


     এই বিভাগের আরো খবর